ঢাকার এই পাঁচ তারকা হোটেলগুলোতে বিয়ের অনুষ্ঠান করতে খরচ কত জানেন
অনেক ধরনের সুবিধা পাওয়া যায় বলে বিয়ের ভেন্যু হিসেবে দিন দিন পাঁচ তারকা হোটেলগুলোর গ্রহণযোগ্যতা বাড়ছে। তেমনই কয়েকটি হোটেলের খোঁজখবর থাকছে এখানে।
ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা
গ্র্যান্ডিওর, স্প্লেনডিওর, এলিগ্যান্স নামে তিনটি বিয়ের প্যাকেজ আছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। এখানে জনপ্রতি খাবারের দাম যথাক্রমে ৫ হাজার টাকা, ৪ হাজার ৫০০ টাকা এবং ৩ হাজার ৯০০ টাকা। গ্র্যান্ডিওর প্যাকেজটি নিলে বিনা মূল্যে ভেন্যু সাজানো, হানিমুন স্যুটে রাতযাপন, এক ঘণ্টার স্পা করানোর সুযোগ এবং বিয়ে–পরবর্তী সময়ে আটটি ডিনার ভাউচার মিলবে। স্প্লেনডিওর প্যাকেজটি নিলে বিনা মূল্যে ভেন্যু সাজানো, হানিমুন স্যুটে রাতযাপন এবং বিয়ে–পরবর্তী সময়ে চারটি ডিনার ভাউচার পাওয়া যাবে।
আমারি, ঢাকা
হোটেল আমারিতে বিয়ের আয়োজন করতে কমপক্ষে ২০ থেকে ৫০ জন অতিথি থাকতে হবে। জনপ্রতি খাবারের দাম শুরু হয়েছে ১ হাজার ৯৪৬++ টাকা থেকে। বিভিন্ন ধরনের খাবারের মেনু আছে। বিয়ের প্যাকেজে তিন পাউন্ডের একটি কেকও থাকবে। বিয়ে এবং বিবাহবার্ষিকীর মতো জমকালো দাওয়াতের জন্য হোটেল আমারি ১৫০+ অতিথির জন্য একটি বিশেষ প্যাকেজ রেখেছে। বেশ কিছু সুযোগ-সুবিধা আছে এই প্যাকেজে। ইডেন গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠান করতে চাইলে আলাদা করে হলের ভাড়া দিতে হবে না। বুফে রেস্তোরাঁয় রাতের খাবারের জন্য ভাউচারও দেওয়া হয়। সঙ্গে পাবেন এক কেজির একটি কেক এবং সকালের নাশতাসহ একটি জুনিয়র স্যুটে এক রাত থাকার সুযোগ। ১৪ তলায় অবস্থিত অঙ্কিতা, কারিশমা, দোয়েল এবং এ কে হলরুম ভাড়া করলে বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি শহরের মনোরম দৃশ্যও উপভোগ করতে পারবেন অতিথিরা।
হলিডে ইন, ঢাকা
হলিডে ইন হোটেলে সিলভার, গোল্ড ও প্লাটিনাম নামে তিনটি বিশেষ প্যাকেজ আছে। ১০০ অতিথি হলেই হলের জন্য কোনো বাড়তি ভাড়া দিতে হবে না। তিনটি প্যাকেজে মিলবে যথাক্রমে এক কেজি, দুই কেজি ও তিন কেজির কেক।
সিলভার প্যাকেজে জনপ্রতি তিন হাজার টাকা। নবদম্পতির বিনা মূল্যে রাতযাপন করার সুযোগ থাকবে এই প্যাকেজে। গোল্ড প্যাকেজে জনপ্রতি খাবারের খরচ পড়বে চার হাজার টাকা। এই প্যাকেজ নিলে অনুষ্ঠান শেষে নবদম্পতি রাতযাপন করতে পারবেন জুনিয়র স্যুটে এবং সকালে নাশতাও খেতে পারবেন। প্লাটিনাম প্যাকেজে জনপ্রতি মূল্য পাঁচ হাজার টাকা। এই প্যাকেজে দম্পতির বাসা যদি হোটেল থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে হয়, তাহলে হোটেল থেকে বাড়ি পৌঁছে দেওয়ার সুবিধা থাকবে। পাবেন এক্সিকিউটিভ স্যুটে রাতযাপনের সুযোগ।
র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকা
র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের আছে বেশ কয়েকটি হল, যেগুলোতে নিয়মিত বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উৎসবের হলে কীভাবে টেবিল রাখবেন, সেটির ওপর নির্ভর করে অতিথি ধারণের ক্ষমতা। গোল টেবিল বেছে নিলে ৩৫০–৪০০ জনের আয়োজন করতে পারবেন। থিয়েটার স্টাইলে বসাতে চাইলে ৭০০ মানুষের বসার আয়োজন করা সম্ভব। হলের ভাড়া দুই লাখ টাকা। গ্র্যান্ড বলরুমের ধারণক্ষমতা ৫৫০–৬০০ জন। ভেন্যু খরচ পড়বে আড়াই লাখ টাকা। অন্তরা হলে ১৫০–২০০ মানুষ বসতে পারবেন। লহরি হলের ধারণক্ষমতা ২০০-২০৫ জন। ভেন্যু খরচ অন্তরায় ১ লাখ ২৫ হাজার টাকা, লহরিতে ১ লাখ ৫০ হাজার টাকা। মাধবী হলের ভাড়া ৪০ হাজার টাকা। মল্লিকা হলের ধারণক্ষমতা ১০০-১২০ জন, হল ভাড়া ৭৫ হাজার টাকা। ছাদসহ মল্লিকা ভাড়া করতে চাইলে দাম পড়বে ১ লাখ ৫০ হাজার টাকা। সুইমিংপুলের পাশের জায়গাটিও ভাড়া নেওয়া যাবে। এ ক্ষেত্রে জায়গার জন্য দিতে হবে ১২ লাখ ৫০ হাজার টাকা। এই হোটেলের যেকোনো বিয়ের প্যাকেজে খাবারের খরচ পড়বে ৩ হাজার ৩৫০++ টাকা।
দ্য ওয়েস্টিন, ঢাকা
বিয়ের আয়োজন করার জন্য দ্য ওয়েস্টিন পার্ল, রুবি ও ডায়মন্ড নামে তিনটি ভিন্ন ধরনের প্যাকেজ দিচ্ছে। ওয়েস্টিন ঢাকার পাঁচটি ছোট–বড় হলরুমে নিজের মতো করে আয়োজন করা সম্ভব। কেউ যদি নিজের পছন্দমতো কোনো প্যাকেজ সাজিয়ে নিতে চান, সেটিও করা সম্ভব। আছে পাঁচ–ছয় ধরনের খাবারের তালিকা। জনপ্রতি দাম শুরু ৩ হাজার ৫০০++ টাকা থেকে। দিনটিকে বিশেষ করে তুলতে দ্য ওয়েস্টিনে আছে বিশেষ কেক ও ঘরভাড়ার প্যাকেজও।
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের কয়েকটি হল আছে। সেলিব্রেশন হল, রুফটপ গার্ডেন রেস্তোরাঁ, গ্র্যান্ড সামিট ১, গ্র্যান্ড সামিট ২, গ্র্যান্ড সামিট ৩, গ্র্যান্ড সামিট ৪–এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা যাবে।
প্যান প্যাসিফিক সোনারগাঁ ঢাকা
সোনারগাঁ হোটেলে বিয়ের জন্য তিনটি ভিন্ন সেট মেন্যু আছে। হোটেলের গ্রান্ড বল রুম ছাড়াও সুরমা ও মেঘনা হলে বিয়ের অনুষ্ঠান করা যাবে। খোলা আকাশের নিচে করতে চাইলে বেছে নিতে পারেন হোটেলের ওয়েসিস ভেন্যু। জায়গা ভেদে ৪০ জন থেকে ১ হাজার ৫০০ অতিথির আয়োজন করা যাবে।
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল
রেনেসাঁ হোটেলেও করা যায় বিয়ের আয়োজন। ঝাড়বাতির নিচে ৬ হাজার ৫৬৩ বর্গফুট জায়গায় ৩০০ মানুষের আয়োজন করা সম্ভব। দ্বিতীয় তলায় অবস্থিত এল–আকৃতির বলরুমটি পরিচিত ‘আর ইভেন্টস’ নামে। বলরুমকে পাঁচ ভাগে ভাগ করা যেতে পারে। হলের ভাড়া এক লাখ টাকা থেকে শুরু, অতিথির সংখ্যা এবং পছন্দের ওপর নির্ভর করে খাবারের মেন্যুর মূল্য কম–বেশি হবে।