হারিয়ে যাচ্ছে ওদের শৈশব
একজন মানুষ যত সফল হোক না কেন, ঘুরেফিরে দেখবেন তাঁর জীবনের সবচেয়ে সুন্দর সময়টা ছেলেবেলায় কেটেছে। সুন্দর কোনো সময়ের কথা বলতে গিয়ে তিনি স্মৃতির অলিগলি ঘুরে চলে গেছেন শৈশবে। শৈশব মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর সময়। অথচ বাংলাদেশের নিম্নবিত্ত শিশুদের একটা অংশের স্মৃতিতে নেই শৈশবের মধুর চিত্র। জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী, একটি শিশুকেও তার জীবিকা নির্বাহের জন্য কোনো প্রকার শ্রমে নিয়োজিত করা যাবে না। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে শিশুরা শ্রমে জড়িত হয়ে থাকে। আলোকচিত্রী তাহনান ফেরদৌস তাঁর ক্যামেরার লেন্সে মূলত খুঁজে ফেরেন ইতিবাচক বাংলাদেশ। সমান্তরালে সেই সঙ্গে তিনি ক্যামেরাবন্দী করেছেন শিশুশ্রমে মলিন হয়ে যাওয়া শৈশব। সেগুলোর কয়েকটিতে চোখ বুলিয়ে নেওয়া যাক।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০