‘হলের প্রতিটি রুমে রুমে গিয়ে আমরা কাপড় সংগ্রহ করেছি’
বন্যার্তদের জন্য কাপড় সংগ্রহ কার্যক্রম চালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের শিক্ষার্থীরা। ২২ আগস্ট দুপুরে উদ্যোগটি নেওয়া হয়। সূর্যসেন হল ও পার্শ্ববর্তী শিক্ষক-কর্মচারীদের বাসভবন (কোয়ার্টার) থেকে সংগ্রহ করা হয় প্রায় তিন হাজার কাপড়, যার মধ্যে আছে শার্ট, প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবি ইত্যাদি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী হাবিবুল হাসান বলেন, ‘হলের প্রতিটি রুমে রুমে গিয়ে আমরা কাপড় সংগ্রহ করেছি। এর মধ্যে অনেক কাপড় ছিল পুরোনো, অনেক দিন ধরে পড়ে আছে। কাপড়গুলো আমরা হলের ওয়াশিং মেশিনে ধুয়েছি। ইয়োর ক্যাম্পাস নামে একটি প্রতিষ্ঠান আছে, যারা ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার ব্যবস্থা করে। তারা আমাদের ১৫ বার ওয়াশ বিনা মূল্যে করতে দিয়েছে। আর যে কাপড়গুলো ভালো ছিল, সেগুলো আমরা গোছগাছ করে হল সংসদ কক্ষে রেখেছি।’
পরে শিক্ষক-কর্মচারীদের কোয়ার্টার থেকেও কাপড় সংগ্রহ করে সেগুলো ইস্ত্রি করার ব্যবস্থা করেছেন শিক্ষার্থীরা। শতাধিক শিক্ষার্থী এসব কাজে অংশ নেন। হাবিবুল হাসান বলেন, ‘এখন যেহেতু উদ্ধার কার্যক্রম চলছে, আমরা সেখানে অংশ নিতে পারছি না। উদ্ধার হওয়ার পর কারও যেন কাপড়ের সংকট না হয়, সে জন্য এই উদ্যোগ। স্বল্প সময়ের মধ্যে কাপড়গুলো ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়িতে পাঠানো হবে।’