চার সন্তানের গর্বিত পিতা সাইফ আলী খান
একটা জায়গায় সাইফ আলী খান বলিউডের অন্য খানদের তুলনায় সবচেয়ে এগিয়ে। না, ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের কথা বলছি না। বলছি বাবা সাইফ আলী খানের কথা। ব্যক্তিজীবনে এক মেয়ে ও তিন ছেলে—এই চার সন্তানের বাবা তিনি। ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর। ১৯৯১ সালে ২১–এ পা দিয়েই নিজের চেয়ে ১৩ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন। ২৫ বছর বয়সে প্রথমবারের মতো বাবা হন। আর শেষবার বাবা হলেন ৫০ বছর বয়সে।
১৯৯৫ সালে জন্মগ্রহণ করে সাইফ আলী খান ও তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের প্রথম সন্তান সারা আলী খান। ২০০১ সালে জন্ম নেয় বড় ছেলে ইব্রাহীম আলী খান। এর তিন বছর পর ২০০৪ সালে সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় একা ছিলেন সাইফ। সিঙ্গেল মাদার হিসেবে ছোট দুই সন্তানের দায়িত্ব নিয়েছিলেন অমৃতা সিং।
তবে দূরে থেকেও বাবার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন সাইফ। দুই সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন। সারা যখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, নিয়মিত সেখানে গিয়ে সন্তানের সঙ্গে দেখা করেছেন। মেয়ে যখন বলিউডে পা রাখতে চেয়েছেন, তখন মেয়েকে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এনে পরিচয় করিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির সঙ্গে। মেয়ের যাত্রায় পাশে থেকেছেন বাবা হয়ে, বন্ধু হয়ে, অগ্রজ অভিনেতা আর অভিভাবক হয়ে।
বড় ছেলে ইব্রাহীম আলী খানও ক্যারিয়ারের জন্য চোখ রাখছেন বলিউডের দিকে। ইতিমধ্যে বেশ কিছু ফ্যাশন ফটোশুটও করেছেন। লেখাপড়া শেষ করার আগেই অভিনয়ে ক্যারিয়ার শুরু করতে চান তিনি। সেই যাত্রায় সঙ্গী হয়েছে বাবা আর বড় বোন সারা। ২০১২ সালে নিজের চেয়ে ১০ বছরের ছোট কারিনা কাপুরের সঙ্গে বিয়ের পর তৈমুর জন্ম নেয় ২০১৬ সালে। এরপরই বলিউডের সব আলো এসে পড়ে তার ওপর। সেলিব্রিটি সন্তানদের মধ্যে তৈমুরের ফলোয়ার সবচেয়ে বেশি।
তৈমুর তার লাল গাল আর নীল চোখের জন্য বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ফ্যান ক্লাবও খোলা রয়েছে তৈমুরকে নিয়ে। এই ফ্যান ক্লাবগুলো আবার খুব সক্রিয়। তারা নিয়মিত তৈমুরের খবরাখবর সরবরাহ করে। এর আগে আরেক বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ, নোরা ফাতেহী, অনন্যা পান্ডেসহ একাধিক তারকা ঘোষণা দিয়েছেন তাঁরা নাকি তৈমুরের ফ্যান। এদিকে সাইফ আলী খানও নাকি তৈমুরকে চোখের আড়াল করতে চান না। বাড়ি ফিরেই তাঁর সব সময় বরাদ্দ থাকত তৈমুরের জন্য। এখন সেখানে ভাগ বসাতে হাজির হয়েছে ছোট পুত্র।
সাইফ ঘোড়া, তৈমুর সওয়ার। ডিনারের আগে এভাবেই ছেলেকে নিয়ে ঘরের ভেতর ঘোরাঘুরি করেন সাইফ। আর কারিনা নিজেই তাঁর শো ‘হোয়্যাট উইমেন ওয়ান্ট’–এ জানিয়েছেন এই খবর। ছেলেকে নিয়ে বারান্দায় গাছ লাগান সাইফ। হাতি, ঘোড়া, ফুল আর ভূতের ছবি আঁকেন। এদিকে তৈমুরকে নিয়ে যে ভুল করেছিলেন, ছোট ছেলের বেলায় আর সেটির পুনরাবৃত্তি করেননি। এখন পর্যন্ত সামনে আসেনি কারিনা আর সাইফের ছোট ছেলের ছবি বা তাঁর নাম।
২০২১ সালের ২১ ফেব্রুয়ারি চতুর্থবারের মতো বাবা হওয়ার আগে সাইফ আলী খান জিকিউকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। আমি শিশুদের খুবই ভালোবাসি। ঘরে শিশুরা একধরনের উষ্ণতা দেয়। আমি সেই ওম উপভোগ করতে ভালোবাসি। আমার দুটো বড় সন্তান আছে। ওরা যথেষ্ট বোঝে। জীবন নিয়ে ওদের ভিন্ন দর্শন তৈরি হয়ে গেছে। আমি আমাদের ছোট্ট সন্তানকে পরিবারে স্বাগত জানানোর জন্য উন্মুখ হয়ে আছি।’
ঈদুল আজহার আগে সারা আলী খান একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে এই বাবার সঙ্গে দেখা গিয়েছিল তাঁর চার সন্তানকে। সাইফ পতৌদি পরিবারের নবাব, বলিউড তারকা, এসবের বাইরে তাঁর আরেকটি পরিচয় হলো তিনি চার সন্তানের গর্বিত পিতা।