যেভাবে ‘হৃতিক স্যার’ হয়ে গেল সাবার প্রেমিক

‘মহারাজা, তোমারে সেলাম। মোরা বাংলাদেশের থেকে এলাম।’
কয়েক মাস আগে সাবা যখন অসুস্থ ছিলেন, তখন ঘর থেকে ছোট ছোট গানের ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করতেন সাবা। একদিন গাইলেন ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার এই গান। এর নিচেই ভেসে উঠল হৃতিক রোশনের মন্তব্য। ‘সাবা, তুমি অসাধারণ মানুষ।’ বলিউডের প্রেমিক–প্রেমিকা জুটির ভেতর সম্প্রতি সবচেয়ে বেশি চর্চায় হৃতিক–সাবা জুটি। সাবা আজাদের সঙ্গে হৃতিকের সম্পর্ককে বেশ ভালোভাবে গ্রহণ করেছে রোশন পরিবার। সাবার অসুস্থতার সময়ে নিয়মিত তাঁর বাড়িতে খাবার গেছে হৃতিকের বাড়ি থেকে। বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে সাবা আজাদের নাম উচ্চারিত হচ্ছে—খুব বেশি দিন হলো না। এর পর থেকেই রাতারাতি তারকা বনে গেছেন সাবা। ২০২১ সালে নেটফ্লিক্সের একটা অ্যান্থলজি ফিল্ম ‘ফিলস লাইক ইশক’–এ ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেন তিনি। তারপরই বদলে গেল তাঁর জীবন। কীভাবে? জেনে নেওয়া যাক।

১ / ১৫
২০০৮ সালে ‘দিল কাবাডি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডের বড় পর্দায় অভিষেক হয় সাবার। এরপর ২০১১ সালে ‘মুঝসে ফ্রান্ডশিপ করোগি’ সিনেমায় অভিনয় করেন তিনি। দুটোই ফ্লপ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৫
এরপর আর সিনেমায় অভিনয়ের সুযোগ পাননি। তবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ছোটখাটো বিভিন্ন প্রজেক্টে কাজ করে আসছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৫
যশ রাজ ফিল্মসের ওয়েব সিরিজ ‘লেডিস রুম’ ও ভালোবাসা নিয়ে অ্যান্থলজি ফিল্ম ‘লাভ শটস’–এ অভিনয় করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৫
এরপর তিনি নেটফ্লিক্সের ‘হোম স্টোরিজ’ ও ‘ফিলস লাইক ইশক’ নামের দুটো অ্যান্থলজি ফিল্মে ছোট দুটো চরিত্র করেন। ‘ফিলস লাইক ইশক’–এর একটা গল্পের নাম ‘শি লাভস মি, শি লাভস মি নট’।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৫
এখানে সাবা আজাদের চরিত্রটির নাম তারাশা আহমেদ। সেই ছোট্ট চরিত্রটি দেখে টুইটারে মুগ্ধতা প্রকাশ করেন হৃতিক রোশন। আর তার উত্তরে সাবা ধন্যবাদ জানিয়ে হৃতিককে ডিএম (ডিরেক্ট মেসেজ) পাঠাতে ভোলেন না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৫
সে সময় সাবা হৃতিককে ‘স্যার’ বলে সম্বোধন করেছিলেন। সেই থেকে শুরু। ‘স্যার’ হৃতিকই এখন সাবার প্রেমিক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৫
সাবার বাবা পাঞ্জাবি, মা কাশ্মীরি। জন্ম ১৯৯০ সালের ১ নভেম্বর মুম্বাইয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৫
জনপ্রিয় বামপন্থী নাট্যকার ও পরিচালক সাফদার হাশমি সম্পর্কে সাবার চাচা হন। খুব ছোটবেলায় তিনি চাচার থিয়েটার গ্রুপ জন নাট্য মঞ্চে যোগ দেন। ছবিতে ছোট্ট সাবা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৫
সাবা অভিনয়শিল্পী ও গায়িকা হিসেবে পরিচিত হলেও ওডিশি, ক্ল্যাসিকাল ব্যালে, জ্যাজ, ল্যাটিনসহ কনটেমপোরারি ডান্স ফর্মে পারদর্শী। তাঁর ওডিশি গুরু কিরণ সেগালের সঙ্গে সাবা ইংল্যান্ড, কানাডা আর নেপালে পারফর্মও করেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৫
সাবা আর হৃতিককে প্রথম হাত ধরাধরি অবস্থায় দেখা যায় এয়ারপোর্টে। তারপর জুটি বেঁধে দেখা দেন করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৫
এরপর এই জুটি ছুটি কাটিয়েছেন প্রেমের শহর প্যারিসের রাস্তায়। সম্প্রতি আবার লন্ডনের জ্যাজ ক্লাব থেকে হৃতিকের সঙ্গে ভিডিও পোস্ট করলেন সাবা। সাবার এই ছবিটি হৃতিকের তুলে দেওয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৫
২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে একটি ক্লাবে গান শুনতে গিয়েছিলেন হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খান। সেখানে পারফর্ম করেছিলেন সাবা। সাবেক স্বামীর বর্তমান প্রেমিকার গান শুনে সেবার মুগ্ধতা প্রকাশ করেন সুজান। ইনস্টাগ্রামে লেখেন, ‘সাবা, আমি মুগ্ধ। তুমি সত্যিই প্রতিভাবান।’ উত্তরে সাবাও লেখেন, ‘ধন্যবাদ সুজু। তুমিও যে সেই আসরে ছিলে, জেনে সত্যিই ভালো লাগছে।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৫
হৃতিক রোশন ও সুজান খানের ১৪ বছরের সংসার ভেঙেছে ২০১৪ সালে। বিচ্ছেদের দীর্ঘ সময় পরও তাঁদের মধ্যে বন্ধুত্ব অটুট। দুই ছেলে রেহান ও রিদানকে বড় করার দায়িত্ব নিয়েছেন দুজনই। বিচ্ছেদের পরও সন্তানদের নিয়ে ঘুরতে বের হন এই জুটি। এমনকি লকডাউনে হৃতিকের বাড়িতে থেকেছেন সুজান। মজার ব্যাপার হলো, সুজানের সঙ্গে সাবারও বেশ ভালো সম্পর্ক। হৃতিক, সুজান আর সাবা মিলে ঘুরতেও যান।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৫
বয়সে হৃতিকের চেয়ে ১৬ বছরের ছোট সাবা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৫
এদিকে নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠকের পুত্র ইমাদ শাহের সঙ্গে ২০১৩ সাল থেকে লিভ ইন করেন সাবা। ২০২০ সালে এসে তাঁরা আলাদা হন। সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব টিকে আছে দুজনের। কসমোপলিটানের প্রচ্ছদে সাবা ও ইমাদ
ছবি: ইনস্টাগ্রাম থেকে