ভাঙা হৃদয় সারানোর দাওয়াই দিলেন অনন্যা
বড় দান মেরেছেন অনন্যা, স্বীকার না করে উপায় নেই। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় তারকাদের একজন বিজয় দেবরাকোন্ডার সঙ্গে ১২৫ কোটি বাজেটের বহু প্রতীক্ষিত ‘লাইগার’ ছবিতে সুযোগ পাওয়া চাট্টিখানি কথা নয়। এই মুহূর্তে তাই অনেকেই হিংসার দৃষ্টিতে দেখছেন অনন্যাকে। নিজের ফ্যাশন স্টেটমেন্ট, বিজয়ের সঙ্গে জুটি, ‘কফি উইথ করণ’ আনুষ্ঠানে বোমা ফাটানোর মতো তথ্য ফাঁস—এ রকম নানাকিছু নিয়েই আলোচনায় ২৩ বছর বয়সী অনন্যা।
জাহ্নবী কাপুর আর ঈশান খাট্টারের প্রেমের কথা কে না জানত! একপর্যায়ে তাঁরা নিজেরাও স্বীকার করে নিয়েছিলেন সেই প্রেমের কথা। তবে বছর দুয়েকের মাথায় সেই প্রেম ভেঙে খান খান। কারণ হিসেবে সামনে এল অনন্যা পাণ্ডের নাম। অনন্যার সঙ্গেও সেই প্রেম খুব বেশিদিন চলেনি। মুখে প্রেমের কথা স্বীকার না করলেও প্রেম ভাঙার কথা কিন্তু ঠিকই স্বীকার করেছেন অনন্যা। আর সেই কঠিন সময়ে কীভাবে নিজেকে সামলেছেন, সেই কথাও জানিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়াকে অনন্যা বলেন, ‘প্রেম ভাঙার পর সবচেয়ে বড় দাওয়াই অরিজিৎ সিংয়ের গান। টানা অরিজিৎ সিংয়ের গান শুনতে থাকুন।’ অনন্যা আরও জানান, প্রেম ভাঙার পরবর্তী অবস্থার তিনটি পর্যায় আছে। প্রথম অবস্থায় সম্পর্ক এমন তিক্ততায় পৌঁছায় যে মনে হয় এই সম্পর্ক থেকে বের হলেই আপনি বাঁচেন। তখন মনে হয়, ঠিক নিজেকে সামলে নিতে পারবেন।
দ্বিতীয় ধাপে আপনার সমস্ত ভালো স্মৃতি একসঙ্গে মনে পড়ে যাবে। মনে হবে, তেতো হোক আর যা-ই হোক, বেঁচে থাকার জন্য ওই মানুষটাকে আপনার লাগবেই। যেভাবেই হোক লাগবে। এই পর্যায়েই নাকি অরিজিৎ সিংয়ের গান ছেড়ে দিয়ে আইসক্রিম খেয়েছেন অনন্যা। তৃতীয় পর্যায়ে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিতে পারবেন। সেই সময় কাছের বন্ধুদের সঙ্গ আর সহযোগিতা খুবই জরুরি। অনন্যা যেমন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন দেশ আর দেশের বাইরে।
এখন শোনা যাচ্ছে, ‘লাইগার’ ছবিতে অভিনয় করতে গিয়ে দক্ষিণের হার্টথ্রব বিজয় দেবরাকোন্ডার সঙ্গে নাকি মন দেওয়া–নেওয়ার কাজটা গোপনে সেরে ফেলেছেন। এখন তাঁর হৃদয়জুড়ে শুধুই বিজয়।
অন্যদিকে, সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসে জানিয়েছেন, তাঁর জীবনের প্রথম ক্রাশ আর কেউ নয়, শাহরুখপুত্র আরিয়ান খান। কেননা তিনি এমন এক পুরুষ, যাঁর দিকে তাকালে চোখ ফেরানো যায় না। অনন্যার মতে, এমনই সুদর্শন তিনি। কেন প্রেম পর্যন্ত গড়ায়নি? এই প্রশ্নের উত্তরে অনন্যা বলেন, ‘ওকেই (আরিয়ানকেই) না হয় জিজ্ঞেস করুন।’