প্রথম দেখা যুক্তরাষ্ট্রে, বাগদান ইন্দোনেশিয়ায়, জেনে নিন ১০০ কোটির বিয়ের বিস্তারিত
শীত মানেই বিয়ের মৌসুম। অলিখিত সেই নিয়ম মেনে বলিউডে একের পর এক বাজছে বিয়ের সানাই। ১১ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ের বম্বে ক্লাবে হবে বলিউডের নামকরা পরিচালক অনুরাগ কশ্যপের একমাত্র কন্যা আলিয়া কশ্যপ ও শেন গ্রেগোয়ার বিয়ে। প্রি-ওয়েডিংয়ের বিভিন্ন অনুষ্ঠানে দেখা দিয়েছেন বলিউডের আরেক নামকরা পরিচালক ইমতিয়াজ আলীর কন্যা ইদা আলী, খুশি কাপুর, জাহ্নবী কাপুর, পলক তিওয়ারিসহ আরও অনেকে। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।