প্রথম দেখা যুক্তরাষ্ট্রে, বাগদান ইন্দোনেশিয়ায়, জেনে নিন ১০০ কোটির বিয়ের বিস্তারিত

শীত মানেই বিয়ের মৌসুম। অলিখিত সেই নিয়ম মেনে বলিউডে একের পর এক বাজছে বিয়ের সানাই। ১১ ডিসেম্বর ভারতের মুম্বাইয়ের বম্বে ক্লাবে হবে বলিউডের নামকরা পরিচালক অনুরাগ কশ্যপের একমাত্র কন্যা আলিয়া কশ্যপ ও শেন গ্রেগোয়ার বিয়ে। প্রি-ওয়েডিংয়ের বিভিন্ন অনুষ্ঠানে দেখা দিয়েছেন বলিউডের আরেক নামকরা পরিচালক ইমতিয়াজ আলীর কন্যা ইদা আলী, খুশি কাপুর, জাহ্নবী কাপুর, পলক তিওয়ারিসহ আরও অনেকে। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

১ / ৯
২০২৩ সালের মে মাসে ইন্দোনেশিয়ার বালিতে আলিয়া কশ্যপকে বিয়ের প্রস্তাব দেন শেন গ্রেগোয়া।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৯
২০২০ সালে মহামারিকালে ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের আলাপ শুরু হয়েছিল।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৯
২৩ বছর বয়সী আলিয়া ইউটিউবে পডকাস্ট করেন। অন্যদিকে ২৫ বছর বয়সী শেন একজন তরুণ মার্কিন উদ্যোক্তা। এই জুটির প্রথম সামনাসামনি দেখা হয় যুক্তরাষ্ট্রে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৯
নভেম্বরে থাইল্যান্ডে হয়েছে ব্যাচেলর পার্টি। গোলাপি আর সাদা থিমে অনুষ্ঠিত হয় আইবুড়ো ভাত।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৯
প্রি-ওয়েডিংয়ের একটা আয়োজনে আলিয়াকে দেখা যায় লাল সালোয়ার-কামিজে। অন্যদিকে ভারতীয় সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে শেনের পরনে ছিল পাঞ্জাবি। সামনে দেখা যাচ্ছে ইদা আলী ও খুশি কাপুরকে। খুশি কাপুরই ছবিটা শেয়ার করে লিখেছেন, ‘শুরু হয়ে গেছে (বিয়ের আনুষ্ঠানিকতা)’।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৯
অনুরাগ কশ্যপই আলিয়া ও শেনের গায়েহলুদের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে কেবল এঁকেছেন লাল ভালোবাসা চিহ্ন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ৯
অনুরাগ কশ্যপ জানিয়েছেন, একমাত্র মেয়ের বিয়েতে কোনো কমতি রাখবেন না তিনি। একটা সিনেমা বানাতে যেমন খরচ হয়, তেমনই খরচ করবেন। মেয়ের পডকাস্টে অনুরাগ বিয়ের খরচ নিয়ে নিজেই বলেন, ‘প্রিটি হিউজ অ্যামাউন্ট’ (বেশ ভালো অঙ্ক) খরচ করতে চলেছেন তিনি। শুনে আলিয়া বলেন, ‘তোমার তো একটা মাত্র সন্তান। আর সে নিশ্চয়ই তোমার সিনেমার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।’ আবার মজা করে এ-ও বলেন, ‘ভয় নেই বাবা, একবারই খরচ হবে।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ৯
ধারণা করা হচ্ছে, প্রি-ওয়েডিংয়ের সমস্ত আয়োজন মিলিয়ে মেয়ের বিয়েতে ১০০ কোটি রুপি খরচ করতে চলেছেন অনুরাগ কশ্যপ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ৯
আলিয়া ও শেনের এসব ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসবের নিচে শুভকামনা জানাচ্ছেন নেটিজেনরা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে