কেমন কাটছে তাঁদের দিন, আজ যাঁদের জন্ম বা বিয়ের দিন
গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে যেসব বছর ৪ দিয়ে বিভাজ্য, সেগুলোই লিপ ইয়ার বা অধিবর্ষ। তবে এখানেই শেষ কথা নয়। পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ঠিক ৩৬৫.২৪ দিন নেয় না, কিছুটা কম সময় নেয়। তাই ৪ বছর পরপর বছরে ১ দিন বেশি হিসাব করলে প্রতি ৪০০ বছরে ৩ দিন বেশি হয়ে যায়। এই সমস্যারও সমাধান হয়েছে। এসব বছরের মধ্যে যেগুলো ১০০ দ্বারা বিভাজ্য, কিন্তু ৪০০ দ্বারা নয়, তাদের লিপ ইয়ার হিসেবে গণনা করা হয় না। এ কারণেই ১৬০০ সাল লিপ ইয়ার হলেও ১৭০০, ১৮০০ বা ১৯০০ সাল নয়। আবার ২০০০ সাল লিপ ইয়ার।
অন্য সব মাসেই আছে ৩০ বা ৩১ দিন। ইতিহাসবিদেরা জানিয়েছেন যে রোমান সম্রাট সিজার অগাস্টাসের ব্যক্তিগত ইচ্ছার কাছে বলি হয়েছে ফেব্রুয়ারি। জুলিয়াস সিজারের আমলে ফেব্রুয়ারি মাস ছিল ৩০ দিন। আর আগস্ট ছিল ২৯ দিনের। এরপর সিজার অগাস্টাস যখন সম্রাট হন, তখন তিনি তাঁর নিজের নামাঙ্কিত মাস আগস্ট ২৯ দিনের হওয়ায় খানিকটা বিরক্ত হন। কেননা তাঁর আগের সম্রাট জুলিয়াসের নামাঙ্কিত মাস জুলাই ছিল ৩১ দিনের। তাই সিজার অগাস্টাস তখন আগস্ট মাসে দুই দিন যোগ করেন। এই দুই দিন ‘কেটে’ আনা হয় ফেব্রুয়ারি মাস থেকে। তাই তখন থেকে ফেব্রুয়ারি হয়ে গেল ২৮ দিন। আর আগস্ট ৩১ দিন।
চার বছর পর পাওয়া ‘অতিরিক্ত’ এই দিন অনেকের কাছে আর দশটা দিনের মতোই, আবার অনেকেই দিনটিকে বিশেষভাবে উদ্যাপন করতে ভোলেন না। অনেকেই এই দিনে বিয়ের শুভ কাজটা সেরে নেন। আবার অনেকেই দৈবক্রমে জন্মেছেন অধিবর্ষে। তাঁদের কাছে দিনটি উদ্যাপনের। এই যেমন বাংলাদেশের গুণী নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা মামুনুর রশীদের বয়স ৭৬, অথচ আজ তিনি ১৯ বছরের তরুণ! তিন দিনব্যাপী চলবে তাঁর জন্মোৎসব।
এদিকে চার বছর পর আজ টয়া–শাওন দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। এদিন টয়া–শাওন দম্পতি সাদা শাড়ি আর সাদা পাঞ্জাবি পরে শহর থেকে দূরে নিরিবিলিতে একান্তে কাটাচ্ছেন বিশেষ দিনটি।
লিপ ইয়ারে যাঁদের জন্ম ও বিয়ে, দিনটি তাঁদের কাছে খুবই বিশেষ। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন এখন আছেন জার্মানির বার্লিনে। এই তরুণকে যদি জিজ্ঞেস করেন, কবে বিয়ে করবেন? উত্তর আসবে, আগামী লিপ ইয়ারে (যদিও আজ তিনি বিয়ে করছেন না)। সঙ্গে নিজের রসবোধের পরিচয় দিয়ে বলতে ভোলেন না যে পাত্রীর জন্মদিন লিপ ইয়ারে হলে অগ্রাধিকার পাবেন।
এদিকে আলোকচিত্রী সাজিদ হোসেন ও ব্যাংকার নায়না খান চার বছর পরপর আসা বিবাহবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে উড়াল দেন অন্য কোনো দেশে। নায়না খানের কাছে জানতে চাইলাম, কেন এই দিনেই বিয়ে করেছিলেন? শুরুতে মজা করে বলেন, ‘কী জানি, তবে এখন আমার মনে হয়, সাজিদের যাতে উপহার কম দিতে হয়, এ কারণে এ রকম একটা ষড়যন্ত্র করেছে।’ তারপর জানালেন আসল কারণ। ফেব্রুয়ারি মাসেই তাঁদের প্রথম দেখা, প্রেম। ২০১৬ সালের জানুয়ারি মাসে যখন বিয়ের দিনক্ষণ নিয়ে আলোচনা চলছিল, তখন ২৯ ফেব্রুয়ারি দিনটাই সবার আগে চোখে পড়ে তাঁদের!
অন্য বছরগুলোয় ২৯ ফেব্রুয়ারি না থাকায় অনেকে আবার বাংলা তারিখে সেরে নেন উদ্যাপন। রাজীব হাসান আর শারমিন আক্তার দম্পতির বড় কন্যা ঋদ্ধি হৃদিতাও জন্মেছে লিপ ইয়ারে। প্রতিবছর তার বন্ধুরা জন্মদিন করে। আর এই ‘বেচারি’ অপেক্ষা করে কবে আসবে পরের লিপ ইয়ার। তবে বাবা সান্ত্বনা দিয়ে বলেন, ‘শোনো, সবার বয়স প্রতিবছরে বাড়ে, আর তোমার বাড়ে চার বছর পরপর। মজা না? ’ ‘বুদ্ধিটা’ কাজে দিয়েছে। এ বছর ঋদ্ধিতা ষষ্ঠ শ্রেণিতে। আজ স্কুল থেকে ফিরে পছন্দের বইয়ের লম্বা তালিকা নিয়ে বাবার হাত ধরে ঋদ্ধি যাবে বইমেলায়। বাড়িতে ফিরে কেক কাটবে! কেকের ওপর জ্বলবে সবে তিনটা মোমবাতি!