আফ্রিকান মনোবিজ্ঞানীকে বিয়ের প্রস্তাব দিলেন মিস্টার বিস্ট

বাগ্‌দান সারলেন মিস্টার বিস্ট। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ইউটিউবারের সাবস্ক্রাইবার এখন ৩৪০ মিলিয়ন। ২৬ বছর বয়সী জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট বড়দিনের ঘরোয়া আয়োজনে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিলেন দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সনকে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

১ / ১০
২৭ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান লেখক ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সনের জন্য এবারের বড়দিনের চমকটা ছিল একেবারেই আলাদা। থিয়ার পরিবারের সদস্যরা কেপটাউন থেকে নিউইয়র্কে উড়ে এসেছিল একসঙ্গে বড়দিন উদ্‌যাপন করতে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
প্রেমিক, তরুণ ধনকুবের জিমি ডোনাল্ডসন দুই পরিবারের সদস্যদের সামনে হাঁটু গেড়ে হীরার আংটি নিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন। থিয়াও সম্মতি জানাতে দেরি করেননি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
সম্প্রতি মিস্টার বিস্ট তাঁর ইনস্টাগ্রামের ৬ কোটি ৪০ লাখ অনুসারীর সঙ্গে ভাগ করে নিয়েছেন বাগ্‌দানের ছবি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
দুই বছর ধরে একই ছাদের নিচে থাকছেন এই জুটি। দুটি কুকুরও পালেন তাঁরা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
২০২২ সালে মিস্টার বিস্ট ও থিয়ার প্রথম দেখা। সেবার গেমার ও ইউটিউবার মিস্টার বিস্ট দক্ষিণ আফ্রিকায় ঘুরতে গিয়ে ডিনারে দুজনেরই বন্ধু, এমন একজনের মাধ্যমে প্রথম দেখেন থিয়াকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
সেটা নাকি দুজনের জন্যই ছিল ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’—প্রথম দেখায় প্রেম।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
মেধাবী শিক্ষার্থী থিয়া আইন ও মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে ইউনিভার্সিটি অব এডিনবরা থেকে নিউরোসাইকোলজিতে মাস্টার্স করছেন। ‘দ্য মার্কড চিলড্রেন’ নামে একটি বই লিখেছেন থিয়া।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
মিস্টার বিস্টের সঙ্গে পরিচয়ের পর থিয়া কেপটাউন থেকে নিউইয়র্কে চলে আসেন। দুজনে মিলে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন দেশ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
এদিকে মিস্টার বিস্ট সম্প্রতি নাম লিখিয়েছেন তরুণ বিলিয়নিয়ারদের ক্লাবে। দুজনে একান্তে সময় কাটানোর জন্য মিস্টার বিস্ট একটি দ্বীপও কিনেছেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
একজন মজা করে বাগ্‌দানের এসব ছবির নিচে লিখেছেন, ‘জীবনের সবচেয়ে দামি লটারি জিতে গেছ থিয়া, অভিনন্দন!’
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: বিবিসি