সবচেয়ে কাছের বন্ধুকে যে ৭টি প্রশ্ন অবশ্যই করবেন

সেরা বন্ধুর সঙ্গে কত আলাপই তো হয়। এই কিঞ্চিৎ অস্বস্তিকর অথচ স্বাস্থ্যকর ৭ প্রশ্নের উত্তর আপনার কাছের বন্ধুর কাছ থেকে জেনে নিন। এতে আপনার নিজেকে চিনতে, জানতে, শুধরে নিতে সুবিধা হবে। বন্ধুত্বও মজবুত হবে। মনে রাখবেন, ‘টাফ কনভারসেশন’ আন্তরিক ও সত্যিকারের সম্পর্ককে প্রতিনিয়ত আরও শক্তিশালী করে। জেনে নিন, আপনার সবচেয়ে কাছের বন্ধুকে যে সাতটি প্রশ্ন করবেন।

১ / ৭
তোমার মতে, আমার সবচেয়ে খারাপ অভ্যাস কোনটা? যেটা আমাকে চিরতরে ত্যাগ করতেই হবে
ছবি: প্রথম আলো
২ / ৭
আমার কোনো আচরণে কি তুমি কষ্ট পেয়েছ? সেটা কী?
ছবি: প্রথম আলো
৩ / ৭
তোমার জীবনে এমন কোনো পরিস্থিতি কি গেছে, যেখানে তুমি আমাকে প্রত্যাশা করেছিলে; কিন্তু আমি সেভাবে সাড়া দিতে পারিনি বা পাশে থাকতে পারিনি?
ছবি: প্রথম আলো
৪ / ৭
আমার কোন পরিবর্তন নিয়ে তুমি খুশি বা সন্তুষ্ট নও? কেন?
ছবি: প্রথম আলো
৫ / ৭
আমাদের বন্ধুত্বের কোন দিকটি তোমার মনে হয় অন্যরকম হলে আরও ভালো হতো? সেই অন্যরকমটা কেমন?
ছবি: প্রথম আলো
৬ / ৭
এমন কি কোনো কথা আছে, যেটি তুমি আমাকে বলবে বলবে করেও বলছ না?
ছবি: প্রথম আলো
৭ / ৭
তোমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় কী ছিল? সেটি তুমি কীভাবে কাটিয়ে উঠেছ? (নিজের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের বিষয়েও বন্ধুকে জানাতে ভুলবেন না।)
ছবি: প্রথম আলো

সূত্র: ভেরি ওয়েল মাইন্ড

আরও পড়ুন