সম্পর্কের ১ বছরের মাথায় সুখবর দিলেন সেলেনা
অবশেষে বাগদানের সুখবরটা দিয়েই দিলেন সেলেনা গোমেজ। নিজেই ইনস্টাগ্রামে হিরের আংটি ও বেশ কিছু ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন খবর। মার্কিন এই গায়িকা ও অভিনেত্রীর পোস্টের নিচে সবার আগে শুভকামনা জানিয়েছেন কে? সেলেনার সবচেয়ে কাছের বন্ধু, আরেক সংগীত তারকা টেইলর সুইফট। আর প্রেমিক বেনি ব্লাঙ্কো লিখেছেন, ‘হেইই, (ছবিতে যে মেয়েটাকে দেখছেন), সে আমার স্ত্রী।’ ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।