ঘোড়াগুলো সালমা হায়েকের প্রেমিকের মতো, পেঁচাগুলোর অবস্থান জীবনসঙ্গীর পরেই
৫৭ বছর বয়সী মেক্সিকান-মার্কিন হলিউড তারকা সালমা হায়েক নাকি মানুষের চেয়ে অন্য প্রাণীদেরই ভালোবাসেন বেশি। আড্ডা, পার্টি—এগুলোর বদলে তিনি সময় কাটান তাঁর পোষা প্রাণীদের সঙ্গে।
সালমাকে ‘দ্য এলেন ডিজেনারাস শো’তে জিজ্ঞেস করা হয়, আপনার কী কী পোষা প্রাণী আছে? উত্তরে সালমা বলেন, ‘পাঁচটি ঘোড়া, চারটি অ্যালপাকা (পেরুদেশীয় মেষ), একটি হ্যামস্টার, পাঁচটি পেঁচা, কিছু মাছ, কচ্ছপ, বানি খরগোশ, টার্কি মুরগি, দুটি হাঁস...আরও আছে নিশ্চয়ই। আমি মনে করতে পারছি না। মনে হচ্ছে অস্কারের মঞ্চে ধন্যবাদ দিচ্ছি। কে বাদ গেল, কে বাদ গেল?’
এ সময় এলেন জিজ্ঞেস করেন, পাঁচটি পেঁচা? তখন সালমা বলেন, ‘আমি কিনেছিলাম দুটি। আমাকে বলা হয়েছিল, ওরা (পেঁচারা) সাধারণত বাচ্চা দেয় না। তবে আমার মনে হয়, আমাদের বাড়ির বাতাসে কিছু একটা আছে। খুব প্রেম করতে ইচ্ছা করে! আর এ কারণেই আমার একটি হ্যামস্টার! আর ওদিকে দুটি থেকে আটটি কুকুর!’ সালমার কাছে তাঁর পেঁচাগুলো অবস্থান নাকি জীবনসঙ্গীর ঠিক পরেই!
সালমা হায়েক পোষা প্রাণী যতটা ভালোবাসেন, তাঁর জীবনসঙ্গী ফরাসি ধনকুবের ফ্রঁসোয়া-অঁরি পিনোর ততটাই ‘এলার্জি’। শুরুতে সালমার একটা কুকুর ছিল। এরপর একদিন সালমা তাঁর জীবনসঙ্গীকে অনুনয়–বিনয় করে বলেন, ‘শোনো, তুমি সারাক্ষণ কাজে থাকো। আমাকে সময় দাও না। আমার আর ভালো লাগছে না। আমার আনন্দময়, স্মৃতিমধুর সঙ্গ চাই...’ সালমাকে থামিয়ে দিয়ে ফ্রঁসোয়া বিরক্ত হয়ে বলেন, ‘প্লিজ বোলো না তুমি ঘরে আরও একটা কুকুর আনতে চাও।’ এবার সালমা বলেন, ‘ও ডার্লিং, ও অলরেডি বাসায়। দেখো, কী সুন্দর মানিয়ে নিয়েছে। ওর সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছে। খেলছে। কী সুন্দর দেখাচ্ছে দুজনকে, বলো?’
আগে দুটি বানরও ছিল। ‘ডেসপারেডো’ (১৯৯৫) সিনেমায় একটি বানর ‘অভিনয়’ করেছিল। সেই বানর, আন্তোনিও বান্দেরাস আর সালমা হায়েকের মধ্যে সেটে নাকি ‘ত্রিভুজ প্রেম’-এর মতো একটা সম্পর্কও তৈরি হয়েছিল। দুই দিন ধরে সালমা সেটে আর বানরটাকে দেখছিলেন না। সেটে একদিন সালমার জন্মদিন ছিল। কেক কাটা শেষে সালমাকে একটি বড় ব্যাগ উপহার দিলেন সহকর্মী আন্তোনিও বান্দেরাস। ব্যাগ খুলতেই একলাফে বেরিয়ে এল সেই বানর! এটা নাকি সালমার জন্মদিনে পাওয়া অন্যতম সেরা উপহার!
সালমার একটি ঘোড়ার বয়স ৪০ বছর। অথচ ঘোড়ারা সাধারণত ২৫ থেকে ৩০ বছর বাঁচে। এলেন অবশ্য বললেন, ‘আমি শুরুতে বিশ্বাস করিনি। পরে ভাবলাম, যে আদর-যত্নে থাকে, সেটা তো অকল্পনীয়! হতেও পারে...’
এভাবেই ধীরে ধীরে উন্মুক্ত চিড়িয়াখানায় রূপ নিয়েছে সালমার বাড়ি।
সালমা হায়েকের মোট সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ১৯৫ কোটি টাকা (২০০ মিলিয়ন ডলার)। অন্যদিকে সালমার জীবনসঙ্গী ফ্রঁসোয়া-অঁরি পিনো ৭৬ হাজার ৮৩৪ কোটি টাকার মালিক (৭ বিলিয়ন ডলার)। ফ্রঁসোয়া-অঁরি পিনোর বাবা ৮৭ বছর বয়সী ফ্রঁসোয়া পিনো ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা সমমূল্যের সম্পদের (৩১ বিলিয়ন ডলার) মালিক। ফ্রান্সের সেরা ধনীদের একজন তিনি। সালমা আর ফ্রঁসোয়া-অঁরি যে আলিশান ম্যানশনে থাকেন, সেটার দামই কয়েক শতকোটি টাকা! সেখানেই এই পরিবারের সদস্য হিসেবে থাকে এই প্রাণীরা।
সূত্র: দ্য এলেন ডিজেনারাস শো ও দ্য টুনাইট শো স্টারিং জেমি ফ্যালনজীবনসঙ্গী ফ্রঁসোয়া-অঁরি পিনো