বাঙালি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার জেরে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ছবিতে প্রতীক ও প্রিয়ার বিয়ে

১ / ১৭
ভালোবাসা দিবসে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেললেন বলিউড তারকা প্রতীক বাব্বার। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন বিয়ের ছবি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৭
প্রতীক বলিউডের অভিনেত্রী স্মিতা পাতিল ও রাজনীতিবিদ রাজ বাব্বারের পুত্র। প্রতীককে জন্ম দিতে গিয়ে স্বাস্থ্যগত জটিলতায় মারা যান স্মিতা। এদিকে বাবার সঙ্গে কয়েক বছর ধরেই কোনো সম্পর্ক নেই প্রতীকের। এমনকি বিয়েতেও দাওয়াত দেননি বাবাকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৭
বলিউডের বাঙালি অভিনেত্রী, কানাডার নাগরিক প্রিয়া ব্যানার্জিকে বিয়ে করলেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৭
এটি ৩৪ বছর বয়সী প্রিয়ার প্রথম বিয়ে হলেও ৩৮ বছর বয়সী প্রতীকের দ্বিতীয় বিয়ে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৭
এর আগে ২০১৯ সালে বলিউডের প্রযোজক, অভিনেত্রী ও মডেল সানিয়া সাগরকে বিয়ে করেন প্রতীক। বিয়ের আগে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। ছিলেন এক ছাদের নিচে। তবে বিয়ের এক বছর পর থেকেই আলাদা থাকতে শুরু করেন। ২০২৩ সালের নভেম্বরে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয় এই জুটির। একই মাসে প্রিয়ার সঙ্গে বাগদান সারেন প্রতীক।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৭
২০২০ সাল থেকেই প্রিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন প্রতীক। ২০২৪ সালের মে মাসে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রিয়া লেখেন, ‘আমাদের ভালোবাসাবাসির ৪ বছর পূর্ণ হলো।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৭
বিচ্ছেদের কারণ হিসেবে প্রিয়ার সঙ্গে প্রতীকের পরকীয়ার সম্পর্ককে দায়ী করেছে ভারতীয় গণমাধ্যম। যদিও প্রতীক বা সানিয়া কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৭
১৪ ফেব্রুয়ারি প্রতীকের মুম্বাইয়ের বাসায় (যেটি আসলে প্রতীকের মা স্মিতা পাতিলের বাসা) হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। কেবল কাছের বন্ধু ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে হয়েছে ছিমছাম বিয়ের আয়োজন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৭
বিয়েতে বাবা রাজ বাব্বার, সৎভাই আরিয়া বাব্বার বা সৎবোন জুহি বাব্বার কাউকে দাওয়াত দেননি প্রতীক। ৪৩ বছর বয়সী আরিয়া বলেন, ‘আমাদের সঙ্গে ওর (প্রতীকের) পারিবারিক দূরত্ব থাকতে পারে। তাই বলে বিয়েতে বাবাকে দাওয়াত দেবে না? বাবা এই ঘটনায় গভীর কষ্ট পেয়েছেন। আমি নিশ্চিত ওর মা (বেঁচে থাকলে) এমন সিদ্ধান্তে খুশি হতো না।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৭
পেশায় অভিনেতা ও কমেডিয়ান আরিয়া আরও বলেন, ‘আমি সব সময় প্রতীককে ছোট ভাইয়ের মতোই দেখি। আমি মনে করি, ও রণবীর কাপুরের মতোই মেধাবী। ওর অনেক কিছু করার ছিল, এখনো অনেক কিছু করার আছে। কিন্তু ওর আশপাশের মানুষেরা ওকে সৎ পরামর্শ দেয় না।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৭
এদিকে প্রিয়া ব্যানার্জি জানিয়েছেন, তাঁদের বিয়েতে প্রতীকের পরিবারের ‘গুরুত্বপূর্ণ’ সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছে। কেউ বাদ যায়নি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৭
সম্প্রতি ‘চালচিত্র’ সিনেমায় দেখা দিয়েছেন প্রিয়া ব্যানার্জি। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। চালচিত্রে জবা চরিত্রে প্রিয়া।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৭
প্রিয়া ব্যানার্জির জন্ম ভারতের কলকাতায় হলেও বেড়ে ওঠা কানাডায়। সেখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষ করেন। ছয় বছর কত্থক নাচে প্রশিক্ষণও নেন। রবীন্দ্রসংগীতেও পারদর্শী প্রিয়া। প্রিয়ার বাবা রবীন্দ্রসংগীতের বিশেষ ভক্ত।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৭
প্রিয়ার বাবা-মা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৭
মেহেদী অনুষ্ঠানে প্রিয়া।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৭
২০১১ সালে কানাডায় সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন প্রিয়া। ২০১৩ সালে তেলেগু সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ২০১৫ সালে ঐশ্বরিয়া রাই ও ইরফান খানের সঙ্গে জাজবা সিনেমায় দেখা দেন তিনি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ১৭
প্রিয়া ও প্রতীক।
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: বলিউড শাদিস

আরও পড়ুন