জেন-জিদের ডেটিং ডিকশনারির আলোচিত শব্দগুলোর মানে জানেন?

তারুণ্যকে এখন আর কাঁটাতারের বেড়ায় আটকে রাখা যাচ্ছে না। ইন্টারনেটের কল্যাণে তরুণদের হাতের মুঠোয় এখন সারা বিশ্ব। আলোর গতিতে টেক্সটিং, ইমোজি আর ভিডিও কলে চলছে প্রেম, ভালোবাসা। চট করে দেখে নেওয়া যাক, ২০২৪ সালে তরুণদের ডেটিং ডিকশনারিতে কোন কোন শব্দ যুক্ত হয়েছে, আর কোনগুলোই বা রয়েছে ট্রেন্ডে।

১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই হলো জেন-জি বা জেনারেশন জেড।ছবি : সুমন ইউসুফ

১. ফেক্সটিং: টেক্সটিং, সেক্সটিংয়ের পর তরুণদের প্রেম-ভালোবাসার শব্দকোষে নতুন সংযোজন ফেক্সটিং (FEXTING)। ফেক্সটিংয়ের পূর্ণরূপ হলো ফাইটিং ওভার টেক্সট। এককথায়, মান-অভিমান, অভিযোগ-অনুযোগের লিখিত পর্ব। মুখোমুখি না করে এখানে ঝগড়া হয় লিখিত বার্তা, ইমোজি-ইমোজি আর গিফি-গিফিতে (GIF)।

ছবি: পেকজেলস

২. ন্যানো-শিপস: মনে করুন, সকালে ঘুম থেকে উঠে ডেটিং অ্যাপের ইনবক্সে ঢুঁ মেরেই দেখলেন, সারা রাত কথা বলা ছেলেটি আড়মোড়া ভাঙার ইমো পাঠিয়েছে। সেই ইমো যেন আপনার কাছে উষ্ণ আলিঙ্গন। আবার বিকেলে অফিসের ক্লান্তিকর মিটিং সেরে ফোনটা হাতে নিয়ে দেখলেন, ইনবক্সে মেয়েটি পাঠিয়েছে এককাপ ধোঁয়া ওঠা কফির ছবি। এমন ছোট ছোট প্রচেষ্টা, অনুভূতি বা যত্নগুলো অফলাইনের সম্পর্কে যেমন গুরুত্বপূর্ণ, অনলাইনের বেলায়ও তা–ই। এগুলোকে বলা হয় ন্যানো শিপস (Nano–Ships)। এগুলোই অনলাইনের দুনিয়া থেকে সম্পর্কটাকে বড় পরিণতির দিকে নিয়ে যায়।

৩. মাইক্রো-ম্যানস ম্যানিয়া: ডেটিং অ্যাপ বাম্বলের এক জরিপ বলছে, জেন-জিরা এখন খুব কমই একটা সম্পর্ককে সারা জীবন টিকিয়ে রাখার চাপ নিতে চান। বরং তাঁরা স্বল্পস্থায়ী অথচ অর্থপূর্ণ, এ রকম ছোট ছোট সম্পর্কে আগ্রহী। মনে করুন, এক বিকেলে আপনি কারও সঙ্গে মন খুলে কথা বললেন। ভালো সময় কাটালেন। কারও সঙ্গে কোথাও থেকে ঘুরে এলেন। সুন্দর একটা সম্পর্ক হলো। এর মানে এই নয় যে এই ব্যক্তির সঙ্গেই আপনি বাকি পুরোটা জীবন কাটাবেন! এই ধারণাকে বলা হয় মাইক্রো-ম্যানস ম্যানিয়া (Micro-Mance Mania)। যেখানে পরিমাপের চেয়ে গুণগতমানকে গুরুত্ব দেওয়া হয় বেশি।

আরও পড়ুন
ছবি: সংগৃহীত

৪. সফট লঞ্চ (Soft Launch): আপনারা দুজন যে প্রেম করছেন, তা স্বাভাবিকভাবেই অনুসারী বা বন্ধুদের জানাতে ইচ্ছা করে। কিন্তু যুগল সেলফির দিন তো শেষ। তাহলে?
আপনি হয়তো আপনার আর আপনার প্রেমিকার পায়ের ছবি দিলেন বা দুজনে হাত ধরে আছেন, এমন ছবি পোস্ট করলেন। অথবা ছবিতে সঙ্গীকে ঝাপসা করে দিলেন। এভাবে সঙ্গীকে ছবি বা ভিডিওতে পুরোপুরি না দেখিয়ে ‘ক্লু’ দিয়ে, রহস্য রেখে টিজ করাকে বলে সফট লঞ্চ। এর মাধ্যমে আপনি জানালেন, ‘আমি একজনের সঙ্গে আছি’, তবে সে কে, সেটা অজানাই থেকে গেল। অনেকটা সিনেমার পোস্টার, টিজার, ট্রেলারের মতো ব্যাপার আরকি!

৫. ইন্টারন্যাশনাল ডেটিং: বুঝতেই পারছেন, এর কী মানে! তরুণদের প্রেম এখন আর দেশের সীমানায় আটকে নেই। কাঁটাতারের বেড়া পেরিয়ে ভিন্ন সংস্কৃতির আন্তর্জাতিক প্রেমই এখন ট্রেন্ডে!

সূত্র: ফেমিনা

আরও পড়ুন