জন্মদিনের এই আয়োজনে জয়া আর কান্তার পরনে ছিল ‘সিলসিলা’ শাড়ি। ১৯৮১ সালে মুক্তি পায় অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রেখা ও শশী কাপুর অভিনীত তুমুল জনপ্রিয় সিনেমা ‘সিলসিলা’। এরপর বাজারে আসে সিলসিলা শাড়ি। তখন জয়া আহসানের মা তাঁর দুই মেয়ে অর্থাৎ জয়ার মা আর খালাকে দুটো সিলসিলা শাড়ি কিনে দিয়েছিলেন। সেই দুই শাড়ি পরেছিলেন জয়া আর কান্তাছবি: ফেসবুক থেকে