জয়াদের ছাদে ‘সিলসিলা’ শাড়িতে ক্লিও, ডিও আর নিমকির জন্মদিন

১ / ১১
প্রাণীপ্রেমী হিসেবে জয়া আহসানের নামডাক আছে, এ কথা কে না জানে! এ জন্য তিনি পশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’ (পাও)–এর বিশেষ স্বীকৃতিও পেয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১১
বিশেষ করে কুকুরদের খুব ভালোবাসেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১১
মহামারিকালে নিজে রান্না করে সেই ভাত, মুরগি বাক্সে করে কুকুরদের নিয়মিত খাওয়াতেন জয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১১
এবার জয়াদের ছাদে অনুষ্ঠিত হলো এক জমকালো আয়োজন। সেখানে জয়া আহসানের মা, খালা আর তাঁর পোষা তিন কুকুরের জন্মদিন পালিত হলো একসঙ্গে। কেননা, তাদের সবার জন্ম এই নভেম্বরে। ছবিতে মায়ের সঙ্গে জয়া
ছবি: ফেসবুক থেকে
৫ / ১১
এই আয়েজনের উদ্যোক্তা জয়া আহসানের ছোট বোন কান্তা আহসান ও তাঁর জীবনসঙ্গী। ছবিতে জয়া ও কান্তা আহসান। পোষা কুকুরদের পরনে ছিল জন্মদিনের বিশেষ পোশাক
ছবি: ফেসবুক থেকে
৬ / ১১
জন্মদিনের আয়োজনে ক্লিও, ডিও আর নিমকি—জয়ার তিন কুকুরের ছবিও টানানো ছিল বড় করে
ছবি: ফেসবুক থেকে
৭ / ১১
ছিল নানা বিস্কুট, কেক, মিষ্টি আর ফল
ছবি: ফেসবুক থেকে
৮ / ১১
জন্মদিনের এই আয়োজনে জয়া আর কান্তার পরনে ছিল ‘সিলসিলা’ শাড়ি। ১৯৮১ সালে মুক্তি পায় অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রেখা ও শশী কাপুর অভিনীত তুমুল জনপ্রিয় সিনেমা ‘সিলসিলা’। এরপর বাজারে আসে সিলসিলা শাড়ি। তখন জয়া আহসানের মা তাঁর দুই মেয়ে অর্থাৎ জয়ার মা আর খালাকে দুটো সিলসিলা শাড়ি কিনে দিয়েছিলেন। সেই দুই শাড়ি পরেছিলেন জয়া আর কান্তা
ছবি: ফেসবুক থেকে
৯ / ১১
শাড়িটা পরে জয়ার মনে হয়েছে, তিনি শুধু শাড়িটা নয়, যেন সময়টাকে জড়িয়ে রয়েছেন
ছবি: ফেসবুক থেকে
১০ / ১১
এভাবেই হাসি, আনন্দে, স্মৃতিচারণে দারুণ একটা পারিবারিক সময় কাটান জয়ারা
ছবি: ফেসবুক থেকে
১১ / ১১
আমন্ত্রিতদের জন্য ছিল খাওয়া দাওয়ার বিশেষ ব্যবস্থা
ছবি: ফেসবুক থেকে