প্রথমবার ডেটে যাওয়ার আগে যা মনে রাখা জরুরি

দেখা করতে যাওয়ার আগে ঠিক করে নিতে হবে, এই জায়গা দুজনেরই পছন্দের কি না। মডেল: গালিব ও সামিয়াছবি: সুমন ইউসুফ

প্রেম হোক বা বিবাহ পূর্ব আলাপ, প্রথমবার দেখা করতে যাওয়ার আগে অনেকের মনেই কাজ করতে থাকে নানা সংশয়। অচেনা একটি মানুষের সামনে প্রথমবারের মতো নিজেকে উপস্থাপন, দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আর সেই দুশ্চিন্তার মধ্যে নিজে যা না, তার চেয়ে বেশি দেখানোর ভাবনা থাকলে ভুল করবেন। এমন আরও অনেক ভুল না চাইতেও আমরা করে ফেলি প্রথম ডেটে। আপনি মানুষ হিসেবে যেমন, আপনার ব্যক্তিত্ব যেমন, তেমনই আচরণ করবেন। সঙ্গীর কাছে অবশ্যই স্বচ্ছ থাকা জরুরি। তাই ডেটে যাওয়ার আগে কিছু বিষয় জেনে রাখুন।

দেখা করার জায়গা: দেখা করার প্রশ্ন এলেই প্রথম যেটা ভাবতে হবে, সেটা হলো, কোথায় দেখা হবে। প্রেমের ক্ষেত্রে সাধারণত পার্ক, মাঠ, রেস্তোরাঁ বা শপিং মল প্রথম দেখা করার জন্য জনপ্রিয়। যেখানেই হোক, দেখা করতে যাওয়ার আগে ঠিক করে নিতে হবে, এই জায়গা দুজনেরই পছন্দের কি না। এমনকি খাবারের অর্ডার করার আগেও দুজনের পছন্দের কোনো খাবার অর্ডার দিন।

রুচির প্রকাশ: সব ক্ষেত্রে সাবধান ও সতর্ক থাকার চেয়ে মনে রাখবেন আন্তরিক ও ভদ্র থাকাটা বেশি জরুরি। আপনি একজন রুচিশীল ব্যক্তি, এটা যেন প্রকাশ পায়। পোশাকে, সাজগোজে জোর করে দামি ও অভিজাতভাব আনার প্রয়োজন নেই।

সময়মতো পৌঁছানো: দেখা করার জন্য যে সময়টা নির্ধার‍ণ করেছেন, সেটা মেনে চলার চেষ্টা করুন। বিকেল চারটা মানে আপনি ওই সময়েই সেখানে থাকার চেষ্টা করুন। প্রয়োজনে পাঁচ মিনিট আগে পৌঁছে অন্যজনের জন্য অপেক্ষা করুন। তাই বলে আবার দুই ঘণ্টা আগে গিয়ে বসে থাকবেন না যেন। কিংবা আগে পৌঁছে নির্ধারিত সময়ের আগেই অন্যজনকে ফোন বা টেক্সট করে বিব্রত করবেন না। এত সতর্কতার পরও যদি দেখেন আপনার সময়মতো পৌঁছানো কঠিন হচ্ছে, তাহলে আগেই সেটা অন্যজনকে আন্তরিকতার সঙ্গে জানিয়ে রাখুন।

রেস্তোরাঁতে পুরো সময়টা না কাটিয়ে খাওয়ার পর বাইরে বসতে পারেন
ছবি: সুমন ইউসুফ

সাধারণভাবে কথা শুরু করুন: খুব ভারী কোনো বিষয়ে কথা না বলে দুজনের আগ্রহ আছে, এমন বিষয়ে কথা বলুন। বই, সিনেমা, গান—এসব নিয়ে কিছুক্ষণ কথা তো বলাই যায়। কার কী পছন্দ, সেটাও জানা হয়ে যাবে। হেসে হেসে কথা বলুন। দুজনের মধ্যে জড়তা থাকলে কেটে যাবে। সহজ হবে সম্পর্ক।

সরাসরি কথা বলুন: খাবার ভালো লাগছে কি না, জায়গা পছন্দ হলো কি না, এগুলো সরাসরি জিজ্ঞাসা করতে পারেন। সঙ্গীকে বিব্রত না করে আপনার কিছু জানার থাকলে বিনয়ের সঙ্গে নরমভাবে জিজ্ঞাসা করতে পারেন। এতে আপনি কতটা সংবেদনশীল, সেটিও বোঝা যাবে।

আলাপের মধ্যেই নতুন পরিকল্পনা: রেস্তোরাঁতে পুরো সময়টা না কাটিয়ে খাওয়ার পর সিনেমা দেখতে যেতে পারেন। বইয়ের দোকানেও ঢুঁ মারতে পারেন। আবার কিছুটা পথ পাশাপাশি একসঙ্গে হাঁটাও যেতে পারে। নীরব থেকেও অনেক কিছু বলা যায়। একে অন্যকে অনুভব করা যায়। গাড়ি থাকলে শহরের মধ্যে পছন্দের কোনো জায়গা ঘুরতে যেতে পারেন। সঙ্গীর পছন্দ হচ্ছে কি না, সেটি জিজ্ঞাসা করে নিতে ভুলবেন না। হাজার হোক প্রথম দেখা বলে কথা।

উপহার: সামর্থ্য অনুযায়ী কোনো উপহার নিতে পারেন। তবে সেটা খুব দামি হতে হবে, এমন ভাবনা ঝেড়ে ফেলুন। ফুল, চকলেট বা বই দিতে পারেন। এগুলো পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা কম।

অনাকাঙ্ক্ষিত মন্তব্য: বলতে চাননি কিন্তু বন্দুকের গুলির মতো বেরিয়ে গেছে, এমন কোনো বেফাঁস কথা মুখ দিয়ে বেরিয়ে
গেলে দ্রুত ‘স্যরি’ বলুন। সঙ্গীকে বিব্রত
করতে চাননি সেটি বুঝিয়ে বলুন। আপনাকে যেন ভুল না বোঝে। কোনোভাবেই রাগ দেখাবেন না।

বাড়াবাড়ি নয়: শুরুর দিনেই জোর করে হাত ধরা বা খুব বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা না করাই ভালো। সঙ্গীর কোনো আচরণ পছন্দ না হলে সেদিনই বলার দরকার নেই। পরেও বুঝিয়ে বলতে পারবেন। আজই শেষ দিন নয়। প্রথম দিনেই পুরোটা বলতে হবে, সেটাও না। তবে মিথ্যা কথা বলে অযথা বাহবা নেওয়ার চেষ্টা করবেন না।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

আরও পড়ুন