সম্পর্কে আগ্রহ হারিয়েছেন সঙ্গী, মুখে না বললেও যেসব লক্ষণ দেখে বুঝবেন

সম্পর্কে জোয়ার-ভাটা চলতেই থাকে। তবে কখনো কখনো নানা কারণে সম্পর্কে যেকোনো একজনের আগ্রহ পাকাপাকিভাবে তলানিতে গিয়ে ঠেকতে পারে। নানা কারণে সঙ্গী প্রাথমিকভাবে সরাসরি সেটা না–ও বলতে পারেন। সম্পর্ক চালিয়ে নেওয়ার এই অনিচ্ছা সম্বন্ধে আগেভাগেই বুঝে নিতে পারলে বিচ্ছেদে জটিলতা কমে, বিচ্ছেদের প্রক্রিয়াটাও হয় কম কষ্টকর। যেসব লক্ষণে বুঝবেন সঙ্গী আপনার ওপর থেকে আগ্রহ হারিয়েছে, চলুন তা জেনে নিই।

কখনো কখনো নানা কারণে সম্পর্কে যেকোনো একজনের আগ্রহ পাকাপাকিভাবে তলানিতে গিয়ে ঠেকতে পারে (প্রতীকী ছবি)
ছবি: প্রথম আলো

১. শরীরী ভাষার পরিবর্তন

প্রেমিকা আপনার সঙ্গে থাকলে যদি অন্যদিকে মুখ করে থাকে, চোখে চোখ রেখে কথা না বলে, হাত ভাঁজ করে গুটিয়ে রাখে, পা গুটিয়ে রাখে—এগুলো আপনার প্রতি তাঁর অনাগ্রহের লক্ষণ।

২. কতক্ষণ কথা বলেন? কী নিয়ে কথা বলেন?

সঙ্গী আর আপনাকে আগের মতো সময় দেয় না। যেমন আগে হয়তো আপনার সঙ্গে নিয়মিত ঘণ্টাখানেক কথা হতো। এখন সে সেই সময়ে নানা কাজের ছুতা দেখায়। আপনাকে নিয়ে, আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা না বলে অন্য কোনো নিরপেক্ষ বিষয়, ঘটনা বা তৃতীয় ব্যক্তিকে নিয়ে কথা বলে। কথোপকথনে ব্যক্তিগত বিষয় এড়িয়ে যায়। এসব লক্ষণ থাকলে বুঝে নিন, আপনি আর আগের মতো সঙ্গীর আগ্রহের জায়গায় নেই।

৩. সম্পর্ককে জনসমক্ষে না আনা

সঙ্গী আপনার থেকে আগ্রহ হারালে সে আর নিজেদের সম্পর্ককে জনসমক্ষে আনবে না। যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার সঙ্গে ছবি প্রকাশ করবে না। বা আপনার সঙ্গে এমন কোথাও ঘুরতে যাবে না, যাতে পরিচিত কেউ দেখে ফেলে। সম্পর্কটাকে ধীরে ধীরে গুটিয়ে আনার জন্য প্রাথমিকভাবে ‘রিলেশনশিপ স্ট্যাটাস প্রাইভেট’ করে ফেলবে।

আরও পড়ুন
সঙ্গী যদি আপনার প্রতি আগের মতো আগ্রহ না পায়, তাহলে সে আর আগের মতো আপনার কাছে সবকিছু শেয়ার করবে না (প্রতীকী ছবি)
ছবি: প্রথম আলো

৪. সামাজিক বলয়ে আচরণ বদলে যাওয়া

পার্টি, দল বেঁধে ঘুরতে যাওয়া, বিয়ে বা অন্য কোনো সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সে আপনার সঙ্গে কেমন আচরণ করছে, খেয়াল রাখুন। যদি অন্য কারো সঙ্গে সময় কাটাতে সে আপনার সামনে থেকে সরে যায়, তাহলে বুঝে নিন সে আপনার প্রতি বিশেষ আগ্রহী নয়। একইভাবে পার্টি বা সামাজিক আয়োজনে আপনাকে ছাড়া অংশ নিলে বুঝবেন, সম্পর্কটা আর আগের মতো নেই।

৫. কথোপকথনে কি প্রতিবার তৃতীয় পক্ষ উঠে আসছে?

সঙ্গী যদি আপনার সামনে ‘অন্য কারো’ সম্পর্কে কথা বলে, অন্য কারো সঙ্গে কথা বলে বা ফ্লার্ট করে, তাহলে হয়তো সে আপনার সম্পর্ক থেকে বের হতে চাইছে। মুখে স্পষ্টভাবে না বললেও বুঝিয়ে দিচ্ছে, অন্য কেউ এখন তাঁর কাছে অগ্রাধিকার পাচ্ছে। সঙ্গী যদি আপনাকে ক্রমাগত তৃতীয় আরেকজনের সঙ্গে তুলনা করতে থাকে, সেটি আপনাকে পরোক্ষভাবে অসম্মান করা ও একটি স্পষ্ট ‘রেড ফ্লাগ’।

৬. তথ্য গোপন করা

সঙ্গী যদি আপনার প্রতি আগের মতো আগ্রহ না পায়, তাহলে সে আর আগের মতো আপনার কাছে সবকিছু শেয়ার করবে না। নানা তথ্য এড়িয়ে যাবে।

৭. ছোটখাটো বিষয়ে কি বেশিই ঝগড়া হচ্ছে?

সম্পর্কে মাঝেমধ্যে টুকটাক মান–অভিমান, ঝগড়াঝাঁটি হবেই। এটা স্বাভাবিক। তবে ছোটখাটো বিষয় নিয়ে যদি ঝগড়া লেগেই থাকে, তাহলে বুঝবেন, আপনার গ্রহণযোগ্যতা কমেছে। সঙ্গী আর আপনাকে আগের মতো ‘সহ্য’ করতে পারছে না। সে হয়তো সম্পর্ক থেকে বের হতে চায়।


সূত্র: উইকিহাউ

আরও পড়ুন