আনারস ডেটিং কী? কেনই–বা জনপ্রিয় হলো

স্পেনে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার নতুন পন্থা হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে আনারস ডেটিংছবি: পেক্সেলস

একা থেকে দোকা হওয়ার জন্য অনেকেই ডেটিং ওয়েবসাইটে ঢুঁ মারেন। কেউবা পরিচিতদের মাধ্যমে, আবার আরেকজনের সঙ্গে পরিচিত হোন। স্পেনে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার নতুন পন্থা হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে আনারস ডেটিং বা পাইনঅ্যাপল ডেটিং। অনলাইনের বাইরে এ এক অভিনব কায়দা।

স্পেনের জনপ্রিয় সুপারমার্কেট মেরকাদোনায় চালু হয়েছে এই ধারা। খুব সাধারণ একটা সংকেতের মাধ্যমে বোঝানো হচ্ছে, আমি একা, জীবনসঙ্গী খুঁজছি। শপিং কার্টে আনারস উল্টো করে রাখা মানেই আপনি একা। এই আনারস দেখে আগ্রহীরা এগিয়ে এসে আপনার সঙ্গে কথা বলবে।

আনারস দেখে আগ্রহীরা এগিয়ে এসে আপনার সঙ্গে কথা বলবে
ছবি: পেক্সেলস

টিকটকের মাধ্যমে প্রথম এটি ভাইরাল হয়। বিশেষ করে জেন–জিদের নজর কাড়ে। মজার বিষয় হচ্ছে, এ কারণে আনারসের বিক্রিও বেড়ে গেছে অনেক। এখানেই শেষ নয়, ভালোবাসা খুঁজে পাওয়ার সময়সীমা হচ্ছে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা।

আনারস ছাড়াও আরও কিছু উপাদান রয়েছে। স্পেনভিত্তিক ইংরেজি প্রকাশনা অলিভ প্রেস বলছে, অনেকে তাদের শপিং কার্টে চকলেট বা মিষ্টি রাখছেন, যেগুলো দীর্ঘমেয়াদি সম্পর্কের সংকেত। যাঁরা ক্ষণস্থায়ী সম্পর্কের সন্ধান করছেন, তাঁরা ট্রলিতে ডাল বা লেটুস রাখছেন। বিবিসির এক প্রতিবেদন বলছে, টেলিভিশন তারকা এবং কৌতুক অভিনেতা ভিভি লিন আনারস ডেটিং ট্রেন্ডকে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি টিকটকে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মেরকাদোনায় ওয়াইন আইলের দিকে তার শপিং কার্ট ঠেলে দিতে দেখা গেছে। সেখানে তিনি ভক্তদের জানিয়ে দেন, ‘মেরকাদোনায় হুক আপ করার সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা।’

ডেট না করলেও একটা আনারস নিয়েই না হয় বাড়ি ফেরা হলো
ছবি: পেক্সেলস

অনেকে বলছেন, এই ধারা অনুশীলনে ক্ষতি তো নেই। ডেট না করলেও একটা আনারস নিয়েই না হয় বাড়ি ফেরা হলো।

সূত্র: নিউজ ১৮, এলে ইন্ডিয়া