২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

২০২৪ সালে জনপ্রিয়তা পাবে যে ধরনের শরবত

উপকরণ: সেলেরি স্টিককুচি ১ টেবিল চামচ, শসাকুচি আধা কাপ, সবুজ আপেলকুচি ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ বা স্বাদমতো, পুদিনাপাতাকুচি ২ টেবিল চামচ, বেসিলপাতা ২টি, তাজা রোজমেরি স্টককুচি ১ চা-চামচ, বেদানার রস ১ চা-চামচ, মাল্টার রস ১ চা-চামচ, মধু ১ টেবিল চামচ বা স্বাদমতো, বিটলবণ আধা চা-চামচ ও বরফের টুকরা পরিমাণমতো।

ভেষজ শরবত
ছবি: কবির হোসেন

প্রণালি: খোসা ছাড়িয়ে আপেল ও শসা টুকরা করে নিন। এবার ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। বরফের টুকরা দিয়ে শরবত গ্লাসে ঢেলে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।