কোন খাবার হজম হতে কত সময় লাগে

খাবার কতক্ষণে হজম হবে এটা বংশগত কারণ, জীবনযাপনের পদ্ধতি (হাঁটাহাঁটি, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম কতটা করেন) ও স্বাস্থ্যের অবস্থার ওপরেও নির্ভর করে। সাধারণভাবে জনপ্রিয় কোন খাবারগুলো কতক্ষণে হজম হয়, জেনে নেওয়া যাক। তাহলে আপনি জেনে যাবেন কোন খাবার সহজপাচ্য আর কোন খাবারে পেট অনেকক্ষণ ভরা থাকে।
১ / ১০
সেদ্ধ আলু হজম হতে সময় নেয় দেড় থেকে দুই ঘণ্টা
ছবি: পেক্সেলস ডটকম
২ / ১০
আলুর মতোই মুরগির মাংস হজম হতে লাগে দেড় থেকে দুই ঘণ্টা
ছবি: পেক্সেলস ডটকম
৩ / ১০
সহজেই হজম হয় সেদ্ধ ডিম। ডিমের কুসুম ৩০ মিনিটে আর সাদা অংশ ৪৫ মিনিটে হজম হয়
ছবি: পেক্সেলস ডটকম
৪ / ১০
কাঁচা ফল ও সবজি মাত্র ১৫ থেকে ২০ মিনিটের ভেতরেই হজম হয়ে যায়
ছবি: পেক্সেলস ডটকম
৫ / ১০
রান্না করা সবজি হজম হতে সময় লাগে ৪০ মিনিট
ছবি: পেক্সেলস ডটকম
৬ / ১০
বাদাম হজম হতে সময় লাগে অন্তত তিন ঘণ্টা। এ কারণে বাদাম খেলে অনেকক্ষণ খিদে পায় না
৭ / ১০
বাদামের মতো গরুর মাংস হজম হতেও লাগে তিন ঘণ্টা
ছবি: প্রথম আলো
৮ / ১০
দুগ্ধজাত খাবার, যেমন দই, পনির ইত্যাদি হজম হতে ১২০ মিনিট বা ২ ঘণ্টার মতো লাগে
ছবি: প্রথম আলো
৯ / ১০
৩০ থেকে ৬০ মিনিটে চিনি হজম হয়ে যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
পানি ১০ থেকে ২০ মিনিটে হজম হয়। স্মুদি, স্যুপ বা প্রোটিন শেক অর্থাৎ ভারী তরলজাতীয় খাবার হজম হতে সময় লাগে ৪০ থেকে ৬০ মিনিট
ছবি: প্রথম আলো

সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক হেলথ এসেনসিয়ালস