অ্যাপল জিঞ্জার মোহিতোর রেসিপি

এই গরমে এক গ্লাস ঠান্ডা পানীয় আপনাকে দেবে প্রশান্তির আমেজ। রেসিপি দিয়েছেন হোটেল ওয়েস্টিনের ব্যারিস্তা মো. মতিউর রহমান

অ্যাপল জিঞ্জার মোহিতো

অ্যাপল জিঞ্জার মোহিতো
ছবি : সাবিনা ইয়াসমিন

উপকরণ : আপেল জুস ১২০ মিলিলিটার, আদার রস ১২০ মিলিলিটার। এ ছাড়া লাগবে বরফ, লেবু ও পুদিনাপাতা।

প্রণালি : আপেল জুস, আদার রস, বরফ ও পুদিনাপাতা একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।