তালশাঁসের পায়েস খেয়েছেন কখনো?

বাজারে এখন মিলছে তালশাঁস। গরমে এই খাবারটি বেশ আরামের। তবে তালশাঁস দিয়ে বানানো যায় নানা রকম মুখরোচক খাবারও। এই যেমন তালশাঁসের পায়েস। স্বাদে ভিন্নতা আনতে এই খাবারটি বাসায় বানাতে পারেন। রেসিপি দিয়েছেন ফারাহ্‌ সুবর্ণা

তালশাঁসের পায়েস

তালশাঁসের পায়েস
ছবি: নকশা

উপকর : মাঝারি নরম তালশাঁস ১০টি, কালিজিরা বা চিনিগুঁড়া চাল ২ টেবিল চামচ, তরল দুধ ১ লিটার, চিনি স্বাদমতো, এলাচিগুঁড়া ১ চা–চামচের পাঁচ ভাগের এক ভাগ, পেস্তাবাদামের কুচি সাজানোর জন্য।

তালশাঁস কেটে পায়েস রাঁধতে পারেন
ছবি: নকশা

প্রণালি: তালশাঁস ছিলে কিউব করে কেটে রাখতে হবে। চাল ধুয়ে ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখতে হবে। পাত্রে দুধ নিয়ে তা চুলায় কম আঁচে জ্বালে বসাতে হবে। দুধ একবার ফুটে উঠলে ভিজিয়ে রাখা চাল পানি ঝরিয়ে হাত দিয়ে হালকা করে কচলে আধ ভাঙা করে দিতে হবে। এবার চাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। বারবার নেড়ে দিতে হবে, যাতে প্যান বা হাঁড়ির তলায় লেগে না যায়। চাল সেদ্ধ হয়ে থকথকে হয়ে এলে এতে চিনি, এলাচিগুঁড়া আর কিউব করে কেটে রাখা তালশাঁস মিশিয়ে দিতে হবে। চিনি গলে গেলেই নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। ওপরে কিছু কিউব করে কাটা তালশাঁস ও পেস্তাবাদামকুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে।