বেগুনের এই পদটি সাহ্‌রিতে খেতে পারেন

বেগুনের এই পদটি সাহরিতে তৈরি করতে পারেন। রেসিপি দিয়েছেন রোকসানা রিমা।

বেগুনের নাগেটস

উচ্চ তাপে বেগুনের নাগেটস ভাজতে হবে
ছবি : সংগৃহীত

উপকরণ : বেগুন ১ টি, ময়দা আধা কাপ, ফেটানো ডিম ১ টি, ব্রেডক্রাম্ব ১ কাপ, টমেটো সস ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, গুঁড়ো মরিচ কাবাব মসলা এক চিমটি, লবণ খুব সামান্য, সয়াবিন তেল ভাজার জন্য।

প্রণালি: প্রথমে বেগুন নাগেটস এর শেপে কেটে নিন। এতে টমেটো সস, সয়াসস, মরিচ, লবণ দিয়ে মেখে রেখে দিন। ময়দায় কাবাব বা বারবিকিউ মসলা মিশিয়ে নিন। এবার বেগুনের নাগেটস ময়দায় গড়িয়ে নিন। এরপর ডিমের গোলায় চুবিয়ে ব্রেডক্রাম্বে ভালো করে জড়িয়ে ডুবো তেলে বেগুনগুলো ছেড়ে দিন। খুব অল্প সময়ে উচ্চ তাপে ভেজে তুলে নিয়ে পরিবেশন করুন।