রেসিপি
মটরশুঁটি পোলাও বানাতে কী কী লাগবে
বাইরে যদিও গরম, তারপরও বাসায় রান্না করতে পারেন পোলাও। তবে সাধারণভাবে না, মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করলে খেতেও দারুণ লাগবে। রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন
মটরশুঁটি পোলাও
উপকরণ: পোলাওয়ের চাল ৩ কাপ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, ঘি ৪ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২টি, আদাবাটা ২ চা-চামচ, লবণ স্বাদমতো, তেজপাতা ২টি, এলাচি ৩টি, গোলমরিচ ১০টি, তরল দুধ ১ কাপ, চিনি আধা চা-চামচ, আস্ত কাঁচা মরিচ ৮টি ও মটরশুঁটি ১ কাপ।
প্রণালি: চাল পানিতে ১০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। প্যানে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে বেরেস্তা করে তুলে নিন। এই তেলেই তেজপাতা ছিঁড়ে দিয়ে এলাচি, দারুচিনি ও গোলমরিচ দিন। একটু নেড়ে এতে পানি ঝরানো পোলাওয়ের চাল দিন, তারপর আদাবাটা দিয়ে নেড়ে দিন। স্বাদমতো লবণ দিন। ৫ মিনিট ভাজুন। সাড়ে তিন কাপ গরম পানি, চিনি ও তরল দুধ দিয়ে নেড়ে দিন। আস্ত কাঁচা মরিচ ও মটরশুঁটি ছড়িয়ে দিয়ে ঢেকে দিন কম আঁচে। ১০ মিনিট পর পানি শুকিয়ে গেলে একদম মৃদু আঁচে দমে রাখুন ১৫ মিনিট।