আম্বানি পরিবারের আয়োজনে ৫০ দরিদ্র জুটির রাজকীয় গণবিবাহ

১২ জুলাই ঘটতে চলেছে সাম্প্রতিক সময়ের আলোচিত ও বিলাসবহুল বিয়ের একটি। কেননা সেদিনই হতে চলেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বহুপ্রতীক্ষিত বিয়ে। এর আগে এই আম্বানি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো গণবিবাহ। মঙ্গলবার রিলায়েন্স করপোরেট পার্কে ৫০ দরিদ্র জুটির বিয়ের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি, ইশা আম্বানি, আনন্দ পিরামল, আকাশ আম্বানি, শ্লোকা মেহতারা। তবে অনন্ত বা রাধিকাকে দেখা যায়নি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

১ / ৬
৫০ সুবিধাবঞ্চিত জুটির বিয়ের ব্যবস্থা করল আম্বানি পরিবার। আম্বানি পরিবারের সদস্যরা উপস্থিত থেকে সেরেছেন সব আনুষ্ঠানিকতা। সেই আয়োজনের ছবিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৬
প্রত্যেক নবদম্পতি পেয়েছেন জীবনযাপনের জন্য ৩৬ ধরনের জরুরি উপহার। এর ভেতর রয়েছে গ্যাস স্টোভ, ফ্যান, ব্লেন্ডার, ডিনার সেট, ম্যাট্রেস, বালিশ ইত্যাদি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৬
মুম্বাইয়ের থানে বেলাপুরে রিলায়েন্স করপোরেট পার্কে এই বিয়ের আয়োজন করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন ৮০০ অতিথি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৬
কাস্টমাইজড লাল সিল্কের শাড়িতে দেখা দেন নীতা আম্বানি। অন্যদিকে মুকেশ আম্বানির পরনে ছিল সাদা শার্ট আর কালো প্যান্ট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৬
ইশা আম্বানির পরনে ছিল হলুদ, কমলা রঙের জমকালো শারারা। এটি হাউস অব রিম্পল অ্যান্ড হারপ্রিত থেকে নেওয়া। অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে পোশাকটির দাম ১ লাখ ১০ হাজার রুপি। আনন্দ পিরামলের পরনে ছিল আইভরি রঙা কুর্তা, চুড়িদার পায়জামা আর ফুলেল নকশা আঁকা কোটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৬
আম্বানি বাড়ির বড় বউ শ্লোকার পরনে ছিল চুন্ডি প্রিন্টের জমকালো গারারা। আর আকাশ আম্বানির পরনে ছিল বাবা মুকেশ আম্বানির সঙ্গে মিলিয়ে সাদা শার্ট আর কালো প্যান্ট
ছবি: ইনস্টাগ্রাম থেকে