পঁচিশের শুরুতে ১০ প্রেরণাদায়ী উক্তি

প্রেরণাদায়ী উক্তিছবি: সংগৃহীত

বিখ্যাত ব্যক্তিরা জীবনের অভিজ্ঞতা থেকেই শোনান সফল হওয়ার গল্প। এসব গল্প থেকেই আমরা খুঁজে পেতে পারি অনুপ্রেরণার খোরাক। আবার অনেকের উক্তিও প্রেরণা জোগাতে সাহায্য করে।

১. স্বপ্নের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলো। তোমার কল্পনায় আঁকা জীবনেই বাঁচো। তুমি জীবনকে সহজ করলে পৃথিবীর নিয়মও সহজ হয়ে যায়।

হেনরি ডেভিড থরো, মার্কিন নিসর্গী ও লেখক (১৮১৭–১৮৬২)   

২. আমরা ভাবি, চেনা পথ থেকে বিচ্যুত হলেই বোধ হয় সব শেষ হয়ে যায়। কিন্তু তখনই আদতে নতুন ভালোর শুরু।

–লিও তলস্তয়, রুশ সাহিত্যিক (১৮২৮–১৯১০)

৩. আজ থেকে ২০ বছর পর তুমি যা করেছ, তার জন্য যত না হতাশ হবে, তার চেয়ে বেশি হতাশ হবে যা করোনি, তার জন্য। তাই নিরাপদ বন্দর থেকে তোমার তরি ভাসাও। পালে লাগাও বাণিজ্যের হাওয়া। অন্বেষণ করো। স্বপ্ন দেখো। আবিষ্কার করো।

–মার্ক টোয়েন, মার্কিন লেখক (১৮৩৫–১৯১০)

৪. অধিকাংশ মানুষ সুযোগ হাতছাড়া করে; কারণ, সুযোগ আসে কাজের বেশে। দেখে মনে হয়, এটাও আর দশটা কাজের মতো।

টমাস এডিসন, মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী (১৮৪৭–১৯৩১)

৫. দুর্বল মানুষ সুযোগের অপেক্ষায় থাকে, শক্তিশালী মানুষ সুযোগ তৈরি করে।

–ওরিসন সোয়েট মার্ডেন, মার্কিন লেখক (১৮৪৮–১৯২৪)

৬. শুধু পথকেই অনুসরণ কোরো না। বরং সেখানে যাও, যেখানে কোনো পথ নেই। নতুন পথ তৈরি করো। জীবন একটি সাহসী অভিযান ছাড়া কিছুই নয়।

–হেলেন কেলার, মার্কিন লেখক (১৮৮০–১৯৬৮)

৭. যারা নিজেদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস করে, ভবিষ্যৎ তাদেরই। ভবিষ্যৎ এমন কিছু নয়, যেখানে আমরা প্রবেশ করি; এটা এমন কিছু, যা আমরা তৈরি করি।

–এলেনর রুজভেল্ট, মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্ব ও অ্যাকটিভিস্ট (১৮৮৪–১৯৬২)

৮. সুখ তৈরি করা কোনো জিনিস নয়। এটি তোমার নিজের কাজের মাধ্যমেই আসে। প্রতিটি কঠিন সময়ের মধ্যেই সুযোগ থাকে।

–দালাই লামা, তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা (জন্ম: ১৯৩৫)

৯. বর্তমান পরিস্থিতি তোমার গন্তব্য নির্ধারণ করে না। এটা কেবল তোমার শুরুটা ঠিক করে।

–নিডো কিউবিন, লেবানিজ–মার্কিন ব্যবসায়ী (জন্ম: ১৯৪৮)

১০. সেরা কাজ করার একমাত্র উপায়, নিজের কাজকে ভালোবাসা। এখনো সেটা না পেলে খুঁজতে থাকো। তার আগেই সন্তুষ্ট হয়ো না।

–স্টিভ জবস, মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক (১৯৫৫–২০১১)

আরও পড়ুন