২৩ বছর বয়সে, পেশাজীবনের শুরুতেই কেন বিয়ে সেরে ফেললেন এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

শাম্মি ইসলাম নীলার ফেসবুক আইডি থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটা ছেলে হাঁটু গেড়ে নীলাকে জিজ্ঞেস করছে, ‘উইল ইউ ম্যারি মি?’ নীলা বলছে, ‘দাঁড়াও, ভেবে দেখি।’ ছেলেটা বলছে, ‘তাড়াতাড়ি ভাবো। কাজি চলে এসেছে।’ বিয়ের আগমুহূর্তে বানানো ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি। ১০ জানুয়ারি মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করলেন এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩। বর ২৬ বছর বয়সী মোহাম্মদ আল আদিত্তা নূরউল্লাহ। যুক্তরাজ্যপ্রবাসী পাত্রের ডাকনাম অর্কিড, পেশায় ব্যবসায়ী। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

১ / ১২
১০ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারেন নীলা। নীলাদের ঢাকার বাসায় হয়েছে বিয়ে। আর বাসার ছাদে গায়েহলুদ।
ছবি: ফেসবুক থেকে
২ / ১২
শুরু থেকেই দেশি ফ্যাশন হাউসের লাল রঙের পোশাকে বউ সাজতে চেয়েছিলেন নীলা। বিয়েতে নীলার পরনে ছিল ‘সভ্যতা বাই রিফাহ’ থেকে নেওয়া লাল লেহেঙ্গা। গ্লাম বাই অস্মিতা থেকে বউ সেজেছেন তিনি।
ছবি: ফেসবুক থেকে
৩ / ১২
বছরখানেক আগে নীলাকে বিয়ের প্রস্তাব দেন অর্কিড। তখনই দুজন মিলে ঠিক করেন, ২০২৫ সালের ১০ জানুয়ারি বিয়ে করবেন। ১৩ জানুয়ারি বিয়ের ছবি পোস্ট করেন নীলা। সেগুলো দেখে অনেকেই শুরুতে ভেবেছেন, হয়তো কোনো মডেল ফটোশুট!
ছবি: ফেসবুক থেকে
৪ / ১২
অর্কিড নীলাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে ছয় বছর দুজন ছিলেন কেবলই বন্ধু। বিয়ের প্রস্তাব দেওয়ার পর এক বছর প্রেম করেছেন।
ছবি: ফেসবুক থেকে
৫ / ১২
সব মিলিয়ে সাত বছর ‘লং ডিসট্যান্স রিলেশন’-এ ছিলেন নীলা ও অর্কিড। ছোটবেলা থেকেই যুক্তরাজ্যে মা–বাবার সঙ্গে বড় হয়েছেন অর্কিড।
ছবি: ফেসবুক থেকে
৬ / ১২
নীলাকে বিয়ের উদ্দেশ্যে দুই মাসের ছুটি নিয়ে লন্ডন থেকে ঢাকায় আসে অর্কিড ও তাঁর পরিবার। ২৮ জানুয়ারি আবার ফিরে যাবেন অর্কিড। আর আবার কাজে মন দেবেন নীলা।
ছবি: ফেসবুক থেকে
৭ / ১২
যুক্তরাজ্যের বার্মিংহামের অ্যাস্টন বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন অর্কিড। আর নীলা রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী।
ছবি: ফেসবুক থেকে
৮ / ১২
অর্কিড তাঁর বাবার পৈতৃক ব্যবসা দেখাশোনা করছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ—তিন দেশে বিস্তৃত তাঁদের ব্যবসা। অন্যদিকে বাংলাদেশে মডেল, ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন নীলা।
ছবি: ফেসবুক থেকে
৯ / ১২
বিয়ে এত তাড়াতাড়ি কেন করলেন? উত্তরে নীলা বললেন, ‘বিয়েটা করে ফেললাম লং ডিসট্যান্স রিলেশনশিপের প্যারা না নেওয়ার জন্য। এখন ক্যারিয়ারে মন দেব। বিয়ে করাতে ব্যক্তিজীবন আর পেশাজীবন দুই-ই সমানভাবে উপভোগ করতে পারব। পেশাজীবনের জন্য বিয়ে করব না, এটা কোনো কথা নয়। আমি সব চাই। একসঙ্গে চাই।’
ছবি: ফেসবুক থেকে
১০ / ১২
এ মুহূর্তে গাজীপুরের কালমেঘ রিসোর্টে আছেন এই জুটি। এরপর নীলা ও অর্কিড যাবেন কক্সবাজার।
ছবি: ফেসবুক থেকে
১১ / ১২
নীলা বললেন, ‘বিয়ে করতে গিয়ে অনেক কাজ জমে গেছে। তাই আপাতত দেশের বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা নেই। ঈদের পরে অর্কিড আবার দেশে আসবে। তখন হয়তো যাব।’
ছবি: ফেসবুক থেকে
১২ / ১২
এ মুহূর্তে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার ইচ্ছা নীলার নেই। দুজনই আসা-যাওয়ার মধ্যে থাকবেন।
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন