গুগলের সিইও সুন্দর পিচাই বস হিসেবে আদর্শ কেন

তিলে তিলে একটি সফল ক্যারিয়ার গড়ে তোলার এক আদর্শ উদাহরণ সুন্দর পিচাই। ভারতের মাটিতে সাদাসিধে একটি ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সেখান থেকে ক্যারিয়ারের প্রতিটি ধাপে নিজেকে প্রমাণ করেই প্রযুক্তিবিশ্বের শীর্ষ পর্যায়ে পৌঁছেছেন। হয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। কাজ করে চলেছেন সাফল্যের সঙ্গে। তাঁর ক্যারিয়ার-ভাবনা সম্পর্কে জেনে রাখুন।

তিলে তিলে একটি সফল ক্যারিয়ার গড়ে তোলার এক আদর্শ উদাহরণ সুন্দর পিচাইছবি: রয়টার্স

সেটিই করুন, যা করতে ভালোবাসেন

সুন্দর পিচাইয়ের মতে, যে কাজে আপনার সবচেয়ে বেশি আনন্দ হয়, সেটিই বেছে নেওয়া উচিত পেশা হিসেবে। সেই কাজটা খুঁজে বের করতে একটু সময় লেগে গেলেও ক্ষতি নেই। বাস্তবতা হলো পরিবার বা সমাজের চাপে নিজের পছন্দের কাজ করতে পারেন না অনেকেই; কিন্তু যে কাজ আপনার পছন্দ নয়, সেই কাজের সামাজিক কিংবা আর্থিক মর্যাদা যত বেশিই হোক না কেন, তাতে সত্যিকার অর্থে সাফল্য পাওয়া নিঃসন্দেহে কঠিন হয়ে দাঁড়াবে; বরং নিজের ভালো লাগার কাজকে পেশা হিসেবে নিতে পারলে সফল হওয়া তুলনামূলক সহজ। কর্মজীবনের আনন্দও খুঁজে পাবেন এতে। কাজকে বোঝা মনে হবে না।

আরও পড়ুন

নতুনকে গ্রহণ করুন সহজে

ভিন্নধারার কিছু শুরু করতে সাহস করে উঠতে পারেন না অনেকেই। কিন্তু সুন্দর পিচাই বিশ্বাস করেন, নতুন যেকোনো ভাবনাকেই ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। অপ্রচলিত বিষয় বলে কোনো কিছুকে শুরুতেই নাকচ করে দেওয়া ঠিক নয়।

শিখতে থাকুন, বাড়তে থাকুন

ক্যারিয়ারের প্রতিটি পর্যায়েই শেখার চর্চা ধরে রাখা প্রয়োজন বলে মনে করেন গুগলের সিইও। ক্যারিয়ারের কোনো পর্যায়েই একজন ব্যক্তি হিসেবে বেড়ে ওঠার পালা কিন্তু শেষ হয়ে যায় না। মানুষ হিসেবে নিজের সেরা ভার্সন হয়ে ওঠার প্রচেষ্টা আপনার ক্যারিয়ারের জন্যও ইতিবাচক।

আরও পড়ুন

চ্যালেঞ্জ গ্রহণ করুন

জীবনে বড় কিছু করতে হলে চ্যালেঞ্জ নিতেই হবে আপনাকে। ঝড়ঝাপটা সামলে এগিয়ে যেতে হবে সামনের দিকে। নিজের কমফোর্ট জোন বা স্বস্তির জায়গায় পড়ে থাকলে কিন্তু উন্নতি করা কঠিন। সুন্দর পিচাইয়ের ক্যারিয়ার থেকে আপনি তা অনায়াসেই অনুধাবন করবেন। এ ছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং নতুন কিছু উদ্ভাবনের প্রতি গুরুত্ব দেন সুন্দর পিচাই।

নেতৃত্ব দিন সমমর্মী হয়ে

নেতৃত্ব মানে কেবল কর্তৃত্বই নয়; বরং অধীনদের মতামত গ্রহণ করার মানসিকতা এবং তাঁদের ভাবনাগুলোকে তাঁদের জায়গা থেকে বিবেচনার চেষ্টা করাই একজন ভালো দলনেতার বৈশিষ্ট্য। সুন্দর পিচাই তাঁর নম্র কিন্তু কার্যকর নেতৃত্বের জন্য জনপ্রিয়।

সূত্র: এমএসএন

আরও পড়ুন