নিজে বানাই
সহজেই কীভাবে বানাবেন ফুলের গয়না
পয়লা ফাল্গুনের সাজে অন্য এক মাত্রা যোগ করে ফুলের গয়না। চাইলে নিজেই বানিয়ে নিতে পারেন তাজা ফুলের গয়না। বানিয়ে দেখিয়েছেন রাইবা তাজরীদ
গলার মালা ও দুল
উপকরণ: তাজা ফুল, ফিতা, শক্ত কাগজ, বকরম, আঠা, কানের বড় রিং, পাতলা ইস্পাতের পাত।
প্রণালি
ধাপ–১: প্রথমে গলার মালা বানিয়ে নিতে হবে। মালার ব্যাসের জন্য একটি অর্ধচন্দ্রাকৃতি বকরম ও শক্ত কাগজ কেটে নেই। কেটে রাখা বকরমের ওপর পছন্দমতো ফুল ও পাতা সাজিয়ে নিন। এগুলো লাগানোর জন্য আঠা ব্যবহার করুন। এ ক্ষেত্রে গ্লুগান ব্যবহার করলে কাজ তাড়াতাড়ি হবে। মূল ভিত্তি শক্ত করার জন্য একটি অর্ধচন্দ্রাকৃতির শক্ত কাগজ বকরমের পেছনে বসিয়ে নিন। এ ক্ষেত্রে আঠা ব্যবহার করুন।
ধাপ ২: কাগজ ও বকরমের মাঝে আঠা ব্যবহার করে একটি ফিতা লাগিয়ে নিন। এতে যেকোনো আকারের মালাটি পরতে সহজ হবে।
দুল
ধাপ ১: ফুলের ভেতর দিয়ে দুলের রিংটি ঢুকিয়ে নিন।
ধাপ ২: ফুলগুলো একপাশে সেট করে নেওয়ার জন্য পেছনের অংশে আঠা লাগিয়ে নিন। রিংয়ের সঙ্গে পাতা জড়িয়ে নিতে ইস্পাতের পাতলা পাত ব্যবহার করুন।