দেয়ালে দেয়ালে কবিতা, সেই কবিতা থেকে বই
ফেব্রুয়ারির একুশ তারিখ/ দুপুর বেলার অক্ত/ বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়?/ বরকতের রক্ত।—আল মাহমুদের কবিতার এই চরণগুলো মায়ের কাছে প্রথম শুনেছিলেন মারুফ হাসান। তারপর একদিন নিজেই লিখে ফেলেন—একুশ তারিখ, একুশ তারিখ/ ফেব্রুয়ারি মাস/ রাজপথের ওই মিছিলে/ শফিক-রফিক-সালাম-জব্বার বরকতদের লাশ! সেই থেকে শুরু। প্রায় দেড় দশক কবিতা নিয়েই আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষার্থী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা এবং বিজ্ঞান অনুষদের আশপাশে যে দেয়ালগুলো আছে, তাতে জড়িয়ে আছে বিভিন্ন কবিতার পঙ্ক্তি। কোথাও লেখা, ‘মানুষেরে প্রেম দিলে পরাজয়/ কাগজেরে প্রেম দিলে কবিতা।’ কোথাও চোখে পড়বে—‘বললে সময় নেই/ অথচ তোমার চোখজুড়ে মহাকাল।’ খোঁজ নিয়ে দেখা গেল, ক্যাম্পাসের দেয়ালজুড়ে এ রকম ছয়টি ভিন্ন ভিন্ন পঙ্ক্তি আছে, যা মূলত মারুফ হাসানের সদ্য প্রকাশিত কবিতাগ্রন্থ অমৃতার বিভিন্ন কবিতার অংশবিশেষ। শুরুতে অবশ্য দেয়াললিখনই ছিল, পরে কবিতার বইয়ে জায়গা পেয়েছে। এই প্রসঙ্গে কবি মারুফ হাসান বলছিলেন, ‘দেয়ালে লিখন নিজেকে প্রকাশের এক শক্তিশালী মাধ্যম। আত্মপ্রকাশের খেয়াল থেকে এই দেয়াললিখনগুলো করা।’
শুধু ক্যাম্পাসের দেয়ালে নয়, ফেসবুকের দেয়ালেও ঘুরেফিরে চোখে পড়ে মারুফের কবিতা। অনেকেই নিজের টাইমলাইনে তাঁর এই ছোট ছোট পঙ্ক্তি শেয়ার করেন। মারুফ বলেন, ‘বিশ্বায়নের যুগে এসেও আমরা সবাই কমবেশি নিঃসঙ্গ, অপ্রেমে জর্জরিত। এসব নিয়েই যেহেতু কবিতাংশগুলো, তাই হয়তো অনেকের পছন্দ হয়েছে।’
বই প্রকাশের একটা তাড়না কৈশোরেই তৈরি হয়েছিল। সেই স্বপ্ন শেষমেশ পূরণ হয় ২০২২ সালে। মারুফ লেখেন তাঁর প্রথম একক কবিতাগ্রন্থ হয় মৃত্যু না হয় কবিতা। তবে এটি একমাত্র নয়, এবার বইমেলায়ও তিনি হাজির হয়েছেন নতুন কবিতার বই অমৃতা নিয়ে। মারুফ বলেন, কাব্যগ্রন্থটির অধিকাংশ কবিতাই প্রণয়-আশ্রিত। নিঃসঙ্গতার কবিতা যেমন আছে, সমসাময়িক বিষয়কেন্দ্রিক এবং রাজনৈতিক কবিতাও আছে। অক্ষরবৃত্ত প্রকাশন থেকে বইটি বের হয়েছে। বর্তমানে পদ্য নিয়ে ব্যস্ত, ভবিষ্যতে গদ্যসাহিত্যের অন্যান্য ধারা, যেমন গল্প, প্রবন্ধ নিয়েও কাজ করার ইচ্ছা এই তরুণের।