ফেলোশিপ নিয়ে ৩ মাস ওয়াশিংটন ডিসিতে কাজের সুযোগ
হারফোর্ড ইয়ুথ ফেলোশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তরুণদের মধ্যে নেতৃত্বের দক্ষতা উন্নয়নের জন্য এই ফেলোশিপ দেয় দ্য হারফোর্ড ফাউন্ডেশনসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। ফেলোশিপের অধীনে ৩ মাস যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কাজের সুযোগ মিলবে। ২০২৪ সালের ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের বেশ কিছু কার্যক্রমে অংশ নিতে হবে। যেমন গণতন্ত্রসংক্রান্ত একটি বিষয়ে গবেষণা, অনলাইনে আলোচনার আয়োজন, ওয়াশিংটন ডিসিতে সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠান ও কর্মশালায় অংশগ্রহণ ইত্যাদি।
৩০ বছরের কম বয়সী ব্যক্তিরা ফেলোশিপে আবেদনের সুযোগ পাবেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আগ্রহ থাকতে হবে। সুশীল সমাজের বিভিন্ন সংগঠনের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা অগ্রাধিকার পাবেন। ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। ওয়াশিংটন ডিসিতে যাওয়া-আসার খরচ ছাড়া নির্দিষ্ট হারে একটি বৃত্তি দেবে কর্তৃপক্ষ। ভিসা পেতে সহায়তা করবে ইন্টারন্যাশনাল ফোরাম ফর ডেমোক্রেটিক স্টাডিজ। আবেদন করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে। বিস্তারিত দেখুন এই লিংকে।