শাবিপ্রবিতে নারী ক্রিকেটারদের জয় উদ্যাপন করেছেন সবাই মিলে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীদের নিয়ে ধুমধাম করে হয়ে গেল ক্রিকেট টুর্নামেন্ট। এই অন্তর্বিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পলিটিক্যাল স্টাডিজ বিভাগ। ১৩ ফেব্রুয়ারি ৯ উইকেটের বিশাল ব্যবধানে তারা হারিয়ে দেয় পরিবেশবিজ্ঞান বিভাগকে। ২১ দলের মধ্যে সেরা হওয়ায় বিভাগের সবাই ভীষণ আনন্দিত। জয় উদ্যাপন করতে তাই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল পলিটিক্যাল স্টাডিজ বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। মাঠের দুই পাশে স্থাপন করা হয়েছিল ‘পলিটিক্যাল স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন’ লেখা স্মারক। রঙিন বাতি, বেলুন আর আতশবাজিতে ঝলমল করছিল পুরো মাঠ। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এক হয়ে নারী ক্রিকেট দলের সদস্যদের লালগালিচা সংবর্ধনা দেন। দলের সদস্যরা হলেন আফসারা তাসনিম, মুহয়ী জাহান, সাথী আক্তার, ইসরাত জাহান, আতিকা আক্তার, আফরোজা খানম, মিতু খানম, সেজুতি রহমান, মারিয়া সুলতানা, উম্মে হানি, হাবিবা আক্তার, সানজিদা পাঠান, মুনিরা মাহমুদ ও সাদিয়া আফরিন।
ভিন্নধর্মী উদ্যাপন
পলিটিক্যাল স্টাডিজ বিভাগের নারী ক্রিকেটাররাই তো এই দিনের বড় তারকা! তাই সবাই তাঁদের সঙ্গে ছবি তুলছিলেন। সন্ধ্যা সাতটার আগে শিক্ষকদের উপস্থিতিতে পরিবেশ আরও আনন্দমুখর হয়ে ওঠে। রাত সাড়ে সাতটায় শুরু হয় আলোচনা সভা, যেখানে নারী ক্রিকেটারদের লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং প্রত্যেক খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট।
নারী ক্রিকেট দলের খেলোয়াড় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুনিরা মাহমুদ বলেন, ‘অন্তর্বিভাগ নারী ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া আমাদের পরিশ্রম, একতা ও আত্মবিশ্বাসের ফসল। বিভাগের শিক্ষক, কর্মকর্তা, সিনিয়র ও জুনিয়ররা পাশে ছিলেন বলেই এই অর্জন সম্ভব হয়েছে।’
দলের অধিনায়ক সাদিয়া আফরিন বলেন, ‘২০২৩ সালে স্পোর্টস সাস্ট আয়োজিত টুর্নামেন্টে অংশ নিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০২৪ সালে বিশ্ববিদ্যালয় আয়োজিত অন্তর্বিভাগ টুর্নামেন্টে দুর্ভাগ্যজনকভাবে সেমিফাইনালে হার মানতে হয়। তবে এবার আমরা স্বপ্ন পূরণ করতে পেরেছি। শিক্ষকেরা আমাদের প্রেরণা দিয়েছেন। ফাইনালের দিন ক্লাস বাতিল করে সবাই মাঠে এসে আমাদের খেলা উপভোগ করেছে। এ জয় আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
জয় উদ্যাপন করতে বিভাগের পক্ষ থেকে ক্যাম্পাসেই গরু ও খাসি জবাই করে রান্নাবান্নার আয়োজন করা হয়। প্রায় ৪০০ অতিথি, শিক্ষক ও শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। রাত সাড়ে ১০টায় মাঠে বসে সবাই একসঙ্গে খাবার গ্রহণের আনন্দও ছিল অন্য রকম।
শিক্ষকেরা যা বললেন
নারী ক্রিকেট দলের ব্যবস্থাপক অধ্যাপক জায়েদা শারমিন বলেন, ‘মেয়েরা সাধারণত তেমন সুযোগ পায় না। হলের পাশে খেলার জন্য পর্যাপ্ত জায়গা নেই। তবু নিজেদের প্রচেষ্টায় তারা এ অর্জন এনে দিয়েছে। এ বিজয় মনোজাগতিক চিন্তার প্রসার ঘটাবে ও নারীদের প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে অনুপ্রেরণা দেবে।’
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা যদি চর্চা ধরে রাখে, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও খেলার সুযোগ পাবে।’
বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আশরাফুর রহমানের বক্তব্য, ‘শিক্ষার্থীদের জন্য আমরা খেলাধুলার অনুকূল পরিবেশ তৈরি করেছি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের এ অর্জন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’