ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে আবেদন করা যাবে ১৬ ডিসেম্বর পর্যন্ত

এক শিক্ষাবর্ষ মেয়াদে গবেষণা ও যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে এক শিক্ষাবর্ষজুড়ে শিক্ষকতার অভিজ্ঞতা নেওয়ার জন্য আবেদন করতে পারেন।
প্রতীকী ছবি: পেক্সেলস

ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার জন্য আবেদন গ্রহণ চলছে। এক শিক্ষাবর্ষ মেয়াদে গবেষণা ও যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে এক শিক্ষাবর্ষজুড়ে শিক্ষকতার অভিজ্ঞতা নেওয়ার জন্য আবেদন করতে পারেন। অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থায় কর্মরত গবেষকদের (১০ বছর বা ততোধিক সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন) গবেষণা বা শিক্ষকতার জন্য এ অনুদান দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পেশাগতভাবে কাজ করার জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, দূরশিক্ষণ, শিক্ষাপ্রযুক্তি, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান, ফার্মেসি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, নগর-পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে প্রস্তাবনা আহ্বান করা হয়েছে। ফুলব্রাইট বৃত্তির সুবিধাগুলোর মধ্যে আছে ফিরতি বিমানযাত্রাসহ যাতায়াত ভাড়া, শিক্ষাদান ও সংশ্লিষ্ট একাডেমিক ফি, আবাসন, মাসিক বৃত্তি, বইপত্র কেনার ভাতা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা, ভ্রমণভাতা ও অতিরিক্ত মালপত্রের ভাতা। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ ডিসেম্বর। অনলাইন আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে