পরিপাটি খাবার টেবিল

ঈদের দিন টেবিলজুড়ে থাকুক এমনই নান্দনিকতা।কৃতজ্ঞতা: হুর–এ জান্নাত, ছবি: খালেদ সরকার

সামনে ঈদুল আজহা। চলছে ঈদের প্রস্তুতি। গতবারের মতো এবারও হয়তো ঈদের দিন কাটবে বাড়িতে। কিন্তু ঘরদোরে তো আনা যায় উৎসবের আনন্দআবহ। পরিপাটি করে সাজানো যায় খাবার টেবিলটিও।

ঘরে থাকা জিনিস দিয়েই সাজাতে পারেন ঈদের দিনের টেবিল। খাবার টেবিলের আকার ও আসবাবের রঙের ওপর নির্ভর করে তার সজ্জার বিষয়গুলো নির্ধারণ করতে হবে। এবারের ঈদে অতিরিক্ত গরম থাকায়, কিছুটা স্বস্তি পেতে সাদা রঙের টেবিল ক্লথ বেছে নিতে পারেন। সাদা রং চোখের শান্তির সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেবে স্নিগ্ধতা। টেবিল ক্লথ সাদা হলে ম্যাট এবং রানার উজ্জ্বল রঙের হলে দেখতে ভালো লাগবে। তবে সাজানোর পুরোটাই নির্ভর করবে আপনার রুচি ও পছন্দের ওপর।

খাবার টেবিলে আলোকসজ্জার বাড়তি সংযোজন

ঈদের রাতে টেবিল ম্যাটের সঙ্গে মিলিয়ে কিংবা বিপরীত ধরনের ন্যাপকিন বেছে নিতে পারেন। চাইলে একেকজনের জন্য একেক প্রিন্টের ন্যাপকিন রাখতে পারেন। খাবারের টেবিলে অবশ্যই দ্রুত পানি টেনে নেয়, এমন ন্যাপকিন বেছে নিন। টেবিলের সব কটি ন্যাপকিনের মাপ যেন একই হয়, সেদিকে খেয়াল রাখবেন। রাতের খাবারের জন্য বেছে নিন ২২ ইঞ্চি ন্যাপকিন, দুপুরের জন্য ২০ ইঞ্চি এবং সকালের নাশতার জন্য ১৮-২০ ইঞ্চি মাপের ন্যাপকিন।

রাতের টেবিলে থাকুক গাঢ় রঙের অনুষঙ্গ

ঘরের অন্যান্য আসবাবের সঙ্গে মিলিয়ে খাবার টেবিলের যাবতীয় অনুষঙ্গ বেছে নেবেন ইমবিউ স্কিন কেয়ার সার্ভিসের সহকারী ব্যবস্থাপক হুর-এ-জান্নাত। টেবিল ম্যাট, রানার, প্লেট, বাটি সবকিছু একই মাত্রার রঙে রাখার পরামর্শ দেন তিনি। দিনের বেলা সাদা বা হালকা রঙের অনুষঙ্গ ব্যবহার করলেও ঈদের রাতে গাঢ় রঙের টেবিল রানার ব্যবহার করবেন তিনি। সঙ্গে কাঠের গুঁড়ির তৈরি টেবিল ম্যাট এনে দেবে বৈচিত্র্য। ঈদের রাতের জাঁকজমক আবহ সৃষ্টি করতে ব্যবহার করবেন উষ্ণ অর্থাৎ হলদে আলো। কিছুটা আলো–আঁধারির খেলা ভিন্ন আবহ তৈরি করবে। একরঙা সাদা বা কালোর পাশে সোনালি বর্ডার দেওয়া সিরামিকের ডিনার সেট ভালো লাগবে। এর সঙ্গে সোনালি রঙের চামচ ব্যবহার করতে পারেন। আর টেবিলের পাশে ঘরে থাকা মোম গ্লাসে সাজালে টেবিলের সাজে আসবে পূর্ণতা। খাবার টেবিলে অতিরিক্ত কোনো শোপিস না রেখে কেবল তাজা ফুল রাখার পরামর্শ দেন তিনি।

টেবিল সাজাতে ন্যাপকিন ভালো অনুষঙ্গ