ঘর সাজাতে টেবিল ল্যাম্প ব্যবহার করবেন যেভাবে

টেবিল ল্যাম্পের আলোয় বদলে যায় ঘরের পরিবেশ। কৃতজ্ঞতা: ডিজাইনার শৈবাল সাহাছবি: খালেদ সরকার

আলোছায়ার খেলায় ঘরের সৌন্দর্য বাড়াতে টেবিল ল্যাম্পের জুড়ি নেই। একসময় শুধু পড়ার টেবিলেই বেশি দেখা যেত, তবে এখন আর শুধু সেখানেই সীমাবদ্ধ নেই টেবিল ল্যাম্প। অন্দরসজ্জায় সহজেই বৈচিত্র্য আনতে পারে টেবিল ল্যাম্প। মায়াবী আলোয় পাল্টে যায় পুরো ঘরের চেহারা।

‘একসময় গ্রামবাংলায় সন্ধ্যা নামলেই কুপি কিংবা হারিকেন জ্বালানোর চল ছিল। আধুনিক যুগে এসে অন্দরসজ্জায় নতুন করে আবার ফিরে এসেছে সেসব আলো’, বললেন, স্থাপত্যবিষয়ক প্রতিষ্ঠান ‘মেটামরফিক’–এর স্থপতি এবং অন্দরসজ্জাবিদ ফারাহ মৌমিতা। ধাতব উপাদানের পাশাপাশি আজকাল বাঁশ, বেত, কাগজ, কাঠ, গাছের গুঁড়ি, চীনামাটি, কাপড় ইত্যাদি উপকরণে তৈরি বাতি দেখতে পাওয়া যায়।

বসার ঘরে রাখতে পারেন এমন আলো
ছবি: খালেদ সরকার

মৌমিতা বলেন, ‘প্রথমেই ভাবতে হবে ল্যাম্পটি কোথায় রাখবেন। দোকানের পরিবেশে এসব বাতি যত ভালো লাগুক না কেন, ঘরের অন্যান্য আসবাবের সঙ্গে তা মানাবে কি না, বুঝে নিন। টেবিলের ওপর রাখলে যতটা সম্ভব ছোটখাটো ল্যাম্প কেনাই ভালো। অন্যদিকে মেঝেতে রাখতে চাইলে কিনতে হবে লম্বা স্ট্যান্ডের ল্যাম্প। আবার যারা রাত জেগে পড়াশোনার জন্য টেবিল ল্যাম্প কিনতে চান, তাদের টেবিল ল্যাম্পের সৌন্দর্যের পাশাপাশি ভাবতে হবে পর্যাপ্ত আলোর কথা।’

কোথায় কেমন ল্যাম্প

সৌন্দর্য বাড়াতে টেবিল ল্যাম্প কিনতে চাইলে নকশার দিকে লক্ষ্য রাখা জরুরি। বৈচিত্র্যপূর্ণ ল্যাম্পশেড রাখার সবচেয়ে উপযুক্ত স্থান হলো বসার ঘর বা ড্রয়িংরুম। বসার ঘরের কোনো একটি কোণে অন্য আসবাবের পাশে রাখা এক বা একাধিক ল্যাম্প ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে বহুগুণ। বন্ধু অথবা পারিবারিক আড্ডায় পরিবেশটিকে আরও মনোরম করে তুলবে আলো–আঁধারের খেলা।

উঁচু জায়গা এমন লাইট মানাবে
ছবি: খালেদ সরকার

শোবার ঘরে রাখতে চাইলে এমন ল্যাম্প কিনতে হবে যেন অনায়াসে তা খাটের পাশে মানিয়ে যায়। শোবার ঘরে ব্যবহার করতে হবে হালকা আলোর বাল্ব। টেবিল ল্যাম্প এমন জায়গায় রাখতে হবে যেন বিছানা থেকে সহজেই নাগাল পাওয়া যায়।

খাবারের টেবিলের ওপরও রাখতে পারেন ল্যাম্প। বড় টেবিল হলে দুই পাশে একই রকম দুটি ল্যাম্প রাখলে ভালো দেখাবে। অথবা খাবারের টেবিলের পাশে কোন শোকেসের ওপরও রাখতে পারেন সুন্দর কোনো টেবিল ল্যাম্প। বাড়িতে প্রবেশের মুখে একটি কোণে অথবা শু কেবিনেটের ওপর রাখতে পারেন টেবিল ল্যাম্প। বাড়িতে ঢোকার পর অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানাবে ওই টেবিল ল্যাম্পের আলো। এ ছাড়া বারান্দাতেও ব্যবহার করতে পারেন সুন্দর একটি টেবিল ল্যাম্প। টেবিল ল্যাম্পের আলোর রং বাড়ির দেয়ালের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। লাল, নীল, মেজেন্টা, সবুজ, লেমন ইত্যাদি রং বেছে নেওয়া যেতে পারে। তবে সাদা এবং সোডিয়াম আলো সব কিছুর সঙ্গে মানিয়ে যায়, দেখতেও বেশ লাগে।

দরদাম

বাজারে পাবেন বিভিন্ন রকমের টেবিল ল্যাম্প। আছে নানা ধরনের বাঁশের ল্যাম্প। দাম পড়বে ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। বেতের ছোট-বড় ল্যাম্পশেড আকার ও কাজ ভেদে পাওয়া যাবে ১ হাজার থেকে ৫ হাজার টাকায়। কাঠের সঙ্গে ধাতব দিয়ে খোদাই করা কিংবা কাঠের ফ্রেমের ওপর কাচের শেড দেওয়া বিভিন্ন রকম কারুকাজের ল্যাম্প পাওয়া যাবে ৭০০ থেকে ৮ হাজার টাকায়। রট আয়রনের টেবিল ল্যাম্পের দাম ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে। নকশা করা মাটির টেবিল ল্যাম্প পাবেন ৩০০ থেকে ৯০০ টাকায়। প্লাস্টিকের টেবিল ল্যাম্প পাবেন ২০০ থেকে ১ হাজার টাকায়।

প্রায় সব মার্কেটেই মিলবে টেবিল ল্যাম্প। নিউমার্কেট, আড়ং, যাত্রা, লাইটস্টোর, ইটিসি, ভার্টিক্যাল, আইডিয়াসে মিলবে নান্দনিক সব টেবিল ল্যাম্প। এ ছাড়া বিদেশি বিভিন্ন রকম টেবিল ল্যাম্প মিলবে গুলশান ডিসিসি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, গুলিস্তান, দুবাই মার্কেট, নিউ মার্কেটসহ বিভিন্ন দোকানে।