গাছ দিয়ে ঘর সাজাচ্ছেন, এ বিষয়গুলো খেয়াল রাখুন

ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে গাছ
ছবি : নকশা

গাছ যে ঘরে শুধু সবুজের স্নিগ্ধতা আনে তা-ই নয়, পাশাপাশি গাছ ঘরের ভেতর অক্সিজেন সরবরাহ করে, ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই বাইরে তো বটেই, ঘরেও বেশি করে গাছ লাগান। আর বর্ষাকাল গাছ লাগানোর জন্য আদর্শ সময়। বৃষ্টি হওয়ায় এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। ফলে গাছপালার শিকড়ও ডালপালা মেলতে পারে খুব সহজেই।

গাছ কেনার আগে জেনে নিন তা ঘরের ভেতর রাখার উপযোগী কিনা
ছবি : নকশা

কেমন গাছ দিয়ে ঘর সাজাবেন? জানতে চাইলে স্থপতি সাঈদা ফজিলাতুন নাজ বলছিলেন, পাতা মোটা ও ছোট, এমন গাছ ঘরের ভেতর খুব ভালো থাকে। গাছ কেনার আগে ভালো করে জেনে নিন গাছটি ঘরের ভেতর রাখার উপযোগী কি না। মানিপ্ল্যান্ট, ফিলোডেনড্রন, পাম, ড্রেসিনা, পাতাবাহার—এসব গাছ ইনডোরে রাখার উপযোগী।

বিভিন্ন আকৃতির মাটির টব, গাছের ডাল ও পাতায় মোড়ানো টব, দড়ির টবে লাগাতে পারেন এসব গাছ। এতে পাথর, কলস ও কৃত্রিম ফুলও ব্যবহার করতে পারেন।

ঘরের গাছে পানি দেওয়ার আগে মাটি শুকনো কিনা দেখে নিন
ছবি : নকশা

ঘরের গাছগুলোকে ভালো রাখার জন্য সপ্তাহে অন্তত এক দিন রোদে দিন। গাছগুলোকে কখনোই কড়া রোদে রাখবেন না। গাছে পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন, গোড়ায় যেন একসঙ্গে বেশি পানি না জমে। বিশেষ করে ইনডোর প্লান্টসের মাটি শুকিয়ে এলে তবেই গাছে পানি দিন। রোদে কখনোই গাছে পানি দেবেন না। আপনার ঘর যদি শীতাতপ নিয়ন্ত্রিত হয়, তবে ঘরে পানির গাছ (ড্রেসিনা, মানিপ্ল্যান্ট), পাম ছাড়া অন্য কোনো গাছ না রাখাই ভালো।

পোকামাকড়ের উপদ্রব দূর করার জন্য ইনডোর প্ল্যান্টসে মাসে একবার কীটনাশক স্প্রে করুন।

যেহেতু এ সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ে, তাই গাছে কখনোই পানি জমতে দেবেন না।

গাছে ধুলা জমলে তুলি বা ব্রাশ দিয়ে পরিষ্কার করুন।