সাজের জায়গাটি যেভাবে গুছিয়ে রাখবেন

প্রতিটি জিনিস যেন প্রয়োজনে হাতের নাগালে থাকে এভাবে প্রসাধনীর তাক গুছিয়ে রাখতে হবে
ছবি: সুমন ইউসুফ

সাজার সময় ড্রেসিং টেবিলটিও থাকা উচিত গোছানো। প্রতিটি জিনিস যেন প্রয়োজনে, তাড়াহুড়ার মধ্যেও পাওয়া যায় একদম হাতের নাগালে। এ ক্ষেত্রে আপনার সহায়ক হতে পারে জার, বাক্স, ডিভাইডার বা অর্গানাইজার।

ঠিকঠাক গুছিয়ে না রাখলে সাজের জিনিসগুলো সহজেই হারিয়ে যাবে।
ছবি: সুমন ইউসুফ

জার

মেকআপ রিমুভিং প্যাড, কালো ক্লিপ, খোঁপার ক্লিপ, পাঞ্চ ক্লিপ, সাইড ক্লিপ, কটন প্যাড ঠিকঠাক গুছিয়ে না রাখলে সহজেই হারিয়ে যায়। অ্যাক্রিলিক, কাচ বা প্লাস্টিকের স্বচ্ছ জারে এই জিনিসগুলো রাখতে পারেন। এতে সময়মতো খুব জলদি খুঁজে পাবেন, ড্রেসিং টেবিলও থাকবে পরিপাটি।

অর্গানাইজার

লিপস্টিক, নেলপলিশ, ফাউন্ডেশন, প্রাইমার, আইলাইনার, আইশ্যাডো, মাস্কারাসহ সব ধরনের মেকআপ অনুষঙ্গ একটি তিন অথবা দুই তাকের অ্যাক্রিলিক বা প্লাস্টিকের রোটেটিং অর্গানাইজারে রাখতে পারেন। সব ধরনের মেকআপ রাখার জন্য মাল্টিপারপাস স্ট্যান্ড বা হোল্ডার কিনতে পারেন।

লম্বাটে আকারের জিনিস যেমন মেকআপ ব্রাশ, আইল্যাশ কার্লার, চিরুনি এগুলো রাখার জন্য নানা উপকরণের স্ট্যান্ড বা হোল্ডার পাওয়া যায়। যেসব মেকআপ ব্রাশ হোল্ডারে ঢাকনা থাকে, সেগুলো কেনার চেষ্টা করবেন। এতে মেকআপ ব্রাশগুলোতে ধুলাবালু জমবে না। বাসায় থাকা পুরোনো ক্যান্ডেল হোল্ডার বা পেন হোল্ডার ধুয়ে–মুছে মেকআপ ব্রাশ এবং চিরুনি রাখতে পারেন।

মেকআপ রাখার জন্য এমন ঝুড়ির ব্যবহার করতে পারেন
ছবি: সুমন ইউসুফ

বাক্স

ছোট, বড়, মাঝারি, গোল, লম্বাটে, চারকোনা বিভিন্ন আকারের বাক্স কিনে নিন। এই বাক্সগুলোতে চুলের ব্যান্ড, খোঁপার কাঁটা, সেফটিপিন, কাজলের শার্পনার, মেকআপ স্পঞ্জ, পাফ, নকল আইল্যাশ, নকল নখ গুছিয়ে রাখতে পারেন। ঢাকনা ছাড়া বা ঢাকনাসহ বাক্স কিনতে পারেন। তবে ঢাকনাসহ বাক্সগুলোতে রাখলে কিছুদিন পরপরই পরিষ্কার করার ঝামেলা থাকবে না।

জুয়েলারি হোল্ডার

কানের দুল, আংটি, চেইন, চুড়ি, নাকের ফুল সব আলাদাভাবে রাখার জন্য আড়ং, মিনিসোসহ বিভিন্ন দোকানে জুয়েলারি হোল্ডার পাবেন। সব অলংকার একসঙ্গে রাখলে একটির সঙ্গে আরেকটি পেঁচিয়ে, রং নষ্ট হয়ে বা ভেঙে যাওয়ার মতো ভয় থাকে। তাই এগুলো গুছিয়ে আলাদা করে রাখুন। সব সময় পরা হয় এমন অলংকারগুলোই এই হোল্ডারগুলোতে রাখতে পারেন। ড্রেসিং টেবিলের ড্রয়ারে বা পাশ শেলফে সুন্দর করে এগুলো সাজিয়ে রাখতে পারেন।

সাজের জায়গা থাকুক এমন পরিপাটি
ছবি: সুমন ইউসুফ

লেবেল লাগানো

যেসব বাক্স বা জারের ভেতরে কী আছে বোঝা যায় না, সেসব বাক্সে কাগজে লিখে আঠা দিয়ে গায়ে লাগিয়ে রাখতে পারেন। এ ছাড়া অনুষঙ্গের নাম লেখা স্টিকারের মতো লেবেলও আজকাল কিনতে পাওয়া যায়। কিনে অনুষঙ্গ অনুযায়ী বাক্সের ওপর লাগিয়ে নিন।

ড্রয়ার ডিভাইডার

দারাজ, পিকাবু অথবা ডটকম বা যেকোনো অনলাইন পেজে বিভিন্ন আকারের ড্রয়ার ডিভাইডার পেয়ে যাবেন। বাক্স, ট্রে অথবা অরগানাইজারে রাখতে না চাইলে ডিভাইডার ব্যবহার করতে পারেন। তবে কেনার আগে অবশ্যই ড্রেসিং টেবিলের ড্রয়ারের আকার এবং ডিভাইডারের আকারগুলো সমানুপাতিক কি না, জেনে কিনতে হবে। ছোট-বড় হলে ড্রয়ারে অর্গানাইজারগুলো ঠিকভাবে বসবে না। এতে ড্রয়ার খোলা ও বন্ধ করার সময় সবকিছু জায়গা থেকে নড়ে গিয়ে এলোমেলো হয়ে যেতে পারে।

সূত্র: গুড হাউসকিপিং