কোন ঘরে কেমন হবে আলোর ব্যবহার

শোপিসের ওপর থাকতে পারে এ ধরনের বাতি। কৃতজ্ঞতা : শফিকুর রহমান
ছবি : নকশা

সঠিক স্থানে সঠিক আলোর ব্যবহার বাড়ির সাজে আনে বাড়তি সৌন্দর্য। একেক ঘরের জন্য তাই বেছে নিতে হয় একেক ধরনের আলো। দিনের বেলায় কৃত্রিম আলোর পাশাপাশি প্রাকৃতিক আলোকেও কাজে লাগানো উচিত। তবে বিকেলের পর বাড়ির ভেতরের অন্ধকার কিন্তু কৃত্রিম আলোই দূর করবে। বাড়ির সদস্যদের বয়স, পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া উচিত লাইটের উজ্জ্বলতা ও শেড।

খাবার ঘরে ঝুলন্ত লাইট
ছবি : নকশা

মূল স্থাপত্য যেমনই হোক, সেখানে পরিবর্তন আনতে পারে অন্দরসজ্জা। অন্দরসজ্জা অনুযায়ী ব্যবহার করা হয় নানা রকম লাইট। যেমন বসার ঘরের শোপিস বা আলোকচিত্রের ওপর আলাদা করে চলে আসতে পারে স্পটলাইট। বসার ঘর ও খাবার ঘরে দরকার হয় উজ্জ্বল আলো। এ ক্ষেত্রে দুটো ঘরেই থাকতে পারে ঝাড়বাতি। আবার রান্নাঘরের টেবিল টপ বা খাবার ঘরে পেনডেন্ট লাইটের ব্যবহারও ইদানীং বেশ বেড়েছে। পেনডেন্ট লাইট আলোটাকে একটি নির্দিষ্ট জায়গায় ফেলা ছাড়াও সৃষ্টি করতে পারে ভিন্ন আবহ।

শোয়ার ঘরের ব্যক্তি বিশেষের পছন্দের ওপরে প্রাকৃতিক আলোর ব্যবহার নির্ভর করে। কেউ কড়া আলো পছন্দ করে তো কেউ আবার ঘরটাকে আলো আঁধারিতে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করে বেশি। তবে সরাসরি চোখে লাগে এমন আলো শোয়ার ঘরে ব্যবহার না করাই ভালো। প্রয়োজনে বরং ড্রেসিং টেবিলের জন্য থাকতে পারে ভিন্ন আলোর ব্যবস্থা। আর বিছানায় শুয়ে–বসে যাদের বই পড়ার অভ্যাস, তাদের জন্য থাকতে পারে রিডিং ল্যাম্প।

বসার ঘরে উজ্জ্বল আলো
ছবি : নকশা