চলুন দেখে আসি রণবীরের ৩৫ কোটির বাড়ির অন্দর

রণবীর কাপুর স্ত্রী আলিয়া ভাট ও কন্যা রাহাকে নিয়ে মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার পালি হিলে নিজের কেনা ‘বাস্তু অ্যাপার্টমেন্ট’-এ থাকেন। যদিও রণবীরদের পৈতৃক বাড়িটি হলো ৯ তলা ‘কৃষ্ণা রাজ বাংলো’। ১৯৮০ সালে বাড়িটি বানিয়েছিলেন রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুর। বিয়ের আগে সেখানে আর আলিয়ার বাড়ি দুই জায়গাতেই থাকতেন। তবে বিয়ের পর স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে উঠেছেন রণবীর। কৃষ্ণা রাজ বাংলোর খুব কাছেই এই বাড়ি। রণবীর-আলিয়ারা যে বাড়িতে তাঁদের একমাত্র সন্তান রাহাকে নিয়ে থাকেন, চলুন সেই বাড়ির অন্দরে ঢুঁ মারা যাক।

১ / ২৫
বাড়িটি রণবীর কাপুর কেনেন ২০১৬ সালে, মাত্র ৩৫ কোটি রুপিতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ২৫
বাড়িটি ২৪৬০ বর্গ ফুট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ২৫
এই বাড়িতেই হয়েছে আলিয়া-রণবীরের গায়েহলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ২৫
বাড়ির অন্দরজুড়ে রয়েছে সাদা রঙের আধিপত্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ২৫
আধুনিক ইউরোপীয় আদলে সাজানো অন্দর। গুরুত্ব পেয়েছে মিনিমালিজম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ২৫
বিরাট একটা কাঠের বুকশেলফ আছে এই বাড়ির ড্রয়িংরুমে। শেলফটিতে সাজানো আছে নিজেদের কিছু সংগ্রহ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ২৫
এই বুকশেলফকে প্রায়ই সেলফির ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেন আলিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ২৫
রয়েছে সুবিশাল জানালা। আলিয়ার বেশ কিছু ছবিতে উঠে এসেছে এই জানালা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ২৫
রয়েছে ধূসর, সাদা, প্রিন্টেডসহ কয়েক রঙের পর্দা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ২৫
ড্রয়িংরুমে মাথার ওপর শোভা পাচ্ছে ঝাড়বাতি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ২৫
ঝাড়বাতি, ল্যাম্পশেড আর আয়নার অভাব নেই রণবীরদের বাড়িতে
ছবি: সংগৃহীত
১২ / ২৫
দুটি ড্রয়িংরুম। সেখানে আছে কয়েক ধরনের সোফা আর কাউচ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ২৫
এই বাড়ির সঙ্গেই রয়েছে জিম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ২৫
আলিয়া আর রণবীর দুজনেই ব্যায়াম করেন সেখানে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ২৫
অবশ্য আলিয়া ড্রয়িংরুমেও সেরে ফেলেন ব্যায়াম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ২৫
রণবীরের বাড়ির একটি অংশের অন্দরসজ্জার কাজ করেছেন গৌরি খান
ছবি: সংগৃহীত
১৭ / ২৫
দেয়ালে ঝোলানো আছে বেশ কিছু পেইন্টিং, রণবীরের ‘সৌভাগ্যের সংখ্যা’ আট ও নিজেদের পারিবারিক ছবি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৮ / ২৫
আছে রণবীরের দাদা রাজ কাপুর ও বাবা ঋষি কাপুরের ছবি। আছে রণবীরের পোষা কুকুরের ছবি। আর ক্ল্যাসিক সিনেমার পোস্টার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৯ / ২৫
ঘরের ভেতরে বিশাল বারান্দায় আছে অনেক গাছ, ফুলদানিতে সত্যিকারের তাজা ফুল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২০ / ২৫
বাসা বদলানোর সময় বিড়ালগুরোকে আনতে ভোলেন নি আলিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২১ / ২৫
আছে আলিয়ার মেকআপ রুম, জুতার সংগ্রহ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২২ / ২৫
আলিয়া আর রণবীরের পোশাকের জন্য আছে দুটি ঘর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২৩ / ২৫
গাছ, আয়না, আর্টপিস আর ল্যাম্পশেডের অভাব নেই এই বাড়িতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২৪ / ২৫
সব মিলিয়ে জীবনযাপনের সব আধুনিক উপকরণ—সবই আছে রণবীবের বাড়িতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২৫ / ২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীরের কোনো অ্যাকাউন্ট নেই। তাই আলিয়ার ছবির ভেতরেই মূলত ভক্তরা এই জুটির বাড়ির অন্দরও দেখে নেন। ছবিতে রাহার ঘর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
আরও পড়ুন