নাগার সঙ্গে বিচ্ছেদের পর এই বাড়ি কিনেছেন সামান্থা, অন্দরমহল দেখুন ছবিতে

‘সিটাডেল: হানি বানি’ সিরিজে অভিনয় করে আলোচনায় আছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আরেক দিকে চলছে সামান্থার প্রাক্তন জীবনসঙ্গী নাগা চৈতন্যর বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা। নাগার সঙ্গে বিচ্ছেদের পর একটি বাড়ি কেনেন সামান্থা। হায়দরাবাদের সেই বাড়ির অনন্দরসজ্জার একটা বড় অংশ নিজেই করেছেন সামান্থা। ছবিতে দেখে নেওয়া যাক সেই বাড়ির অন্দর।

১ / ১২
২০২১ সালের অক্টোবরে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার। তারপর আলাদা থাকার জন্য এই বাড়ি কেনেন ২০২২ সালে। এর আগে বিয়ের পর একসঙ্গে থাকার জন্য সামান্থা ও নাগা চৈতন্য মিলে একটি বাড়ি কিনেছিলেন। বিচ্ছেদের পর সেই বাড়ি থেকে বের হয়ে আসেন সামান্থা।
ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম হ্যান্ডল
২ / ১২
বাড়িটি সামান্থা কত দিয়ে কিনেছেন, তা জানা যায়নি। তবে নিজের উপার্জিত টাকা দিয়েই কিনেছেন। কেননা বিচ্ছেদের পর আক্কিনেনি পরিবারের পক্ষ থেকে ২০০ কোটি রুপি ভরণপোষণের অর্থ প্রত্যাখ্যান করেছিলেন সামান্থা।
ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম হ্যান্ডল
৩ / ১২
১৩ ও ১৪ তলা মিলে ৭ হাজার ৯২০ বর্গফুটের এই বাড়ি হায়দরাবাদের নানাক্রামগুদার জায়াভেরি অরেঞ্জ কান্ট্রিতে।
ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম হ্যান্ডল
৪ / ১২
বাড়িটিতে আছে ছয়টি গাড়ির রাখার স্থান।
ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম হ্যান্ডল
৫ / ১২
আধুনিক অন্দরসজ্জার পাশাপাশি আছে সাবেকি ধাঁচের সব আসবাব। সামান্থার অন্দরে প্রাধান্য পেয়েছে সাদা রং।
ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম হ্যান্ডল
৬ / ১২
পুরোনো নকশার কাঠের টেকসই আসবাব সংগ্রহ করতে ভালোবাসেন সামান্থা।
ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম হ্যান্ডল
৭ / ১২
বাড়ির ভেতরে আছে কিচেন গার্ডেন, সুবিশাল ব্যালকনি, পূজার ঘর।
ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম হ্যান্ডল
৮ / ১২
আছে একটি জিমনেসিয়াম।
ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম হ্যান্ডল
৯ / ১২
প্রকৃতি ভালোবাসেন সামান্থা। ঘরের ভেতরে, বাইরে, ছাদে, যেখানে যেভাবে পেরেছেন, গাছ রাখার ব্যবস্থা করেছেন। বাড়ির সামনে, বারান্দায়, রান্নাঘরে বাগান করেছেন সামান্থা। যখনই সময় পান, গাছপালার দেখাশোনা করেন।
ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম হ্যান্ডল
১০ / ১২
এমনকি গাজর, বাঁধাকপি, টমেটো, মরিচ, বেগুন, ঢ্যাঁড়সও চাষ করেন।
ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম হ্যান্ডল
১১ / ১২
বাড়িটিতে সামান্থা ছাড়াও আছে তাঁর দুই পোষা কুকুর ‘হাশ’ ও ‘ড্রোগগো’। অবসরে নিজের ঘরে পোষা প্রাণীদের সঙ্গে বসে সিনেমা দেখতে ভালোবাসেন সামান্থা।
ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম হ্যান্ডল
১২ / ১২
‘সাশা’ ও ‘জিলাটো’ নামের দুটি বিড়ালও আছে সামান্থার।
ছবি: সামান্থা রুথ প্রভুর ইনস্টাগ্রাম হ্যান্ডল

সূত্র: টাইমস অব ইন্ডিয়া