ভালো চারাগাছ চেনার কৌশল
অনেক সময় না বুঝেই আমরা নার্সারি থেকে ভুল চারা সংগ্রহ করে ফেলি। চারাটি টবে লাগানোর কিছুদিন পরই দেখা যায় গাছটি মরে যাচ্ছে। তা ছাড়া সঠিক চারা সংগ্রহ না করার কারণে বৃদ্ধি এবং ফলনও ভালো হয় না।
ভালো চারাগাছ চেনার বিভিন্ন উপায় বা কৌশল রয়েছে, জানালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ এবং ইনফরমেশন বিভাগের সহকারী অধ্যাপক নিপা মোনালিসা। তিনি জানান, সবার আগে গাছটি কোথায় রাখা হবে, সেটা ঠিক করতে হবে। বাড়ির বাইরের গাছ এবং অন্দরের গাছ সম্পূর্ণ আলাদা।
ভালো চারাগাছ চেনার কৌশল
• নার্সারিতে একই জাতের বিভিন্ন চারাগাছ থাকে। কিন্তু সব কটির বৃদ্ধি সমান হয় না। তাই বৃদ্ধি ভালো হয়েছে, এমন গাছ বেছে নিতে হবে।
• যে গাছের একটি শাখা লম্বা হয়ে উঠে গেছে, সে রকম গাছ না কেনাই ভালো। কারণ, এমন গাছকে পরে ঝোপ আকারে আনা খুব কষ্টসাধ্য।
• চারাগাছে ফুল বা ফল ধরা থাকলে মন সহজেই আকর্ষিত হয়। তবে বাড়িতে লাগানোর জন্য ফুল–ফলযুক্ত গাছ উপযুক্ত নয়। বাড়িতে গিয়ে লাগানোর পরপরই সব ফুল ফল ঝরে যাবে। এমনকি মারাও যেতে পারে গাছ। ফল আসার নিশ্চয়তা দেবে, এমন গাছ নিতে পারেন।
• যে চারাগাছটি কিনবেন, তার উচ্চতা ২ থেকে ৩ ফুটের মধ্যে হতে হবে। এ উচ্চতার চারাগাছ সহজে মানিয়ে নিতে পারে।
• গাছ টবে থাকুক বা প্যাকেটে, শিকড় বেরিয়ে গেলে কাটা যাবে না। আর মূল শিকড়কে অবশ্যই খুব যত্ন করে রাখতে হবে। তাই গাছ তোলার সময় খেয়াল করুন, পলিথিন বা প্যাকেট ভেদ করে মাটিতে শিকড় চলে গিয়েছে কি না। যদি গিয়ে থাকে, তবে টেনে তোলার সময় শিকড় ছিঁড়ে যেতে পারে। তারপর বাড়িতে নিয়ে লাগালে গাছটি মরে যেতে পারে। আবার মূল শিকড় বাইরে বার হয়ে গিয়েছিল আর তা কেটে দেওয়া হয়েছিল, এমন চারাগাছও কিন্তু চলবে না। তবে গাছ প্যাকেটে থাকলে বড় প্যাকেটের গাছ নেওয়াই ভালো।
• চারাগাছ কেনার সময় খেয়াল করুন গাছের গোড়া একটু মোটা ও সবল কি না। মাটিতে শক্তভাবে আঁকড়ে আছে কি না। অনেক সময় বিক্রেতা নতুন লাগানো গাছকে পুরোনো বলে চালিয়ে দিতে চান। তাই গাছের ডাল ধরে আলতো করে ঝাঁকি দিয়ে দেখুন গাছের গোড়ায় মাটি শক্ত করে ধরে আছে কি না। গোড়া শক্ত হলে কিছু হবে না, আর নতুন মাটিতে বসানো হলে সহজেই খুলে আসবে।