মশা তাড়াবেন কিন্তু নিজের ক্ষতি হবে না, জেনে রাখুন এমন পাঁচটি উপায়

খুদে একটা পতঙ্গ। অথচ কত যে প্রাণঘাতী রোগ বহন করে! সাম্প্রতিক সময়ে ডেঙ্গু জ্বরের ভয়াবহতার মুখোমুখি হয়েছি আমরা, যার বাহকও এই মশা। মশার কামড়ে যে কেবল বাংলাদেশেই রোগ ছড়ায়, তা কিন্তু না। বাংলাদেশের বাইরেও নানা ধরনের রোগের জীবাণুবাহী মশার অস্তিত্ব রয়েছে। এসব রোগ প্রতিরোধের উপায়ই হলো মশার কামড় থেকে নিজেকে বাঁচানো।

মশার বিরুদ্ধে যুদ্ধ আমাদের নিত্যদিন। তবে কামান-গোলা নয়, স্বাস্থ্যসম্মত সহজ কিছু উপায় অবলম্বন করেই মশাদের দূরে রাখা সম্ভব। তেমন কিছু উপায় জানালেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মতলেবুর রহমান।

মশা থেকে অনেক রোগ ছড়ায়
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক উপায়

দারুচিনি তেল মশা দূরে রাখে। আধা কাপ পানিতে ১ চা–চামচের চার ভাগের ১ ভাগ পরিমাণ দারুচিনি তেল মিশিয়ে নিয়ে বাড়িতেই তৈরি করতে পারেন মশা দূরে রাখার উপকরণ (মস্কিউটো রিপেলেন্ট)। ত্বকে বা কাপড়ে স্প্রে করে নিন এই রিপেলেন্ট। দেড় ঘণ্টা পর্যন্ত মশা দূরে থাকবে। এরপর আবার প্রয়োগ করতে হবে। এতে রাসায়নিকজনিত পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় থাকে না। তবে পানিতে মেশানোর সময় খেয়াল রাখতে হবে, তেলের পরিমাণ যাতে বেশি না হয়। তাহলে ত্বকে জ্বালাপোড়া করতে পারে।

ধূপ

কয়েলের ধোঁয়া শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর। বিকল্প হতে পারে ধূপ। সকালে-সন্ধ্যায় বাড়িতে ধূপ জ্বালাতে পারেন। মশা দূরে থাকবে। তবে কেউ কেউ ধোঁয়া সহ্য করতে পারেন না। তাঁদের জন্য বিকল্প ভাবার প্রয়োজন পড়ে।

আরও পড়ুন

বাজার থেকে আনা রিপেলেন্ট

বাজারে মস্কিউটো রিপেলেন্ট কিনতেও পাওয়া যায়। প্রস্তুতকারকের নির্দেশনামাফিক ত্বকে বা কাপড়ে ব্যবহার করতে পারেন এসব রিপেলেন্টও। তবে খেয়াল রাখতে হবে, শিশুর জন্য উপযোগী রিপেলেন্ট কিনতে হবে। যা কাপড়ে লাগিয়ে নিলেই চলে।

ব্যাট

মশা তাড়ানোর নানান উপায়ের পাশাপাশি মশা মারার উপায়ও খোঁজেন কেউ কেউ। তাঁদের জন্য রয়েছে মশা মারার ব্যাট। পরিপূর্ণ চার্জ করা ব্যাট দিয়ে মশা মারা যায় ঝটপট।

ভ্যাপোরাইজার

ঘর থেকে মশা তাড়ানোর ধোঁয়াবিহীন এক অনুষঙ্গ হলো ভ্যাপোরাইজার। মশা তাড়াতে ভ্যাপোরাইজার বেশ কার্যকর। তবে খেয়াল রাখবেন, যাঁদের শ্বাসতন্ত্র অতিসংবেদনশীল, এতে ধোঁয়া না থাকার পরও তাঁদের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে অন্য পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে।

আরও পড়ুন