নিজে বানাই
কাগজের রঙিন বাক্স
টুকটাক প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখার জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন স্টোর বক্স বা অর্গানাইজার বক্স। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এটি বানানো সম্ভব। বানিয়ে দেখালেন রাইবা তাজরীদ
উপকরণ: যেকোনো কাগজের বাক্স (কার্টন), কাপড়, সাদা কাগজ, স্কেল, কাঁচি, অ্যান্টিকাটার, আঠা, কলম, লেস।
বাক্সের ঢাকনার অংশটা কেটে নিন।
এবার আঠা দিয়ে বাক্সটির চারদিকে কাপড় আটকে দিন।
কাপড়ের বাড়তি অংশটি আঠা দিয়ে বাক্সের ভেতরের দিকে লাগিয়ে দিন। এ ক্ষেত্রে আঠা বাক্সে না লাগিয়ে কাপড়ে লাগালে সুবিধা হবে।
বাক্সের মাপ অনুযায়ী সাদা কাগজগুলো কেটে নিন।
কাগজগুলো বাক্সের ভেতরের অংশে আঠা দিয়ে লাগিয়ে দিন। প্রথমে চার দেয়ালে, তারপর নিচের অংশে লাগাতে হবে।
বাক্সের যে অংশটি নিচে থাকবে, সেটার মাপ অনুযায়ী মোটা কাগজ কেটে কাপড়ে মুড়ে নিন। বাক্সের নিচের অংশে আঠার সাহায্যে লাগিয়ে দিন। চাইলে এ ধাপটি বাদও দিতে পারেন।
বাক্সটিকে এখন নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। এখানে দুই ধরনের লেস ব্যবহার করা হয়েছে। লেস বসানোর জন্য সাধারণ আঠা ব্যবহার করতে পারেন। তবে দ্রুত কাজ শেষ করতে চাইলে গ্লু গান ব্যবহার করুন।