২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বারান্দায় রোদ না এলে গাছ লাগাবেন যেভাবে

রোদবিহীন বারান্দায় গাছগুলো গ্রিলের সামনে রাখুন।
ছবি : খালেদ সরকার

বাড়ির সৌন্দর্যবর্ধনে বারান্দার জুড়ি নেই। আর সেই বারান্দায় যদি থাকে সবুজের সমারোহ, তাহলে তো কথাই নেই। শহুরে জীবনে সারা দিনের কর্মব্যস্ততা শেষে বারান্দায় চা হাতে একটু সময় কাটালে সব অবসাদ যেন নিমেষেই পালিয়ে যায়। এ জন্য শখের বারান্দাকে সাজাতে কত না আয়োজন। কিন্তু যদি আপনার বারান্দায় রোদই না আসে! তাই বলে কি বারান্দায় বাগান তৈরি থেমে থাকবে? নিশ্চয়ই না। তাহলে জেনে নেওয়া যাক রোদবিহীন বারান্দায় বাগান তৈরির কিছু পদ্ধতি।

পাতাবাহার, মানি প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্টের মতো গাছ রোদ না লাগলেও বেড়ে উঠে
ছবি : খালেদ সরকার

১. বারান্দার কোন অংশে গাছ রাখতে চান, আগে ঠিক করে নিন। এমন জায়গা বেছে নিন, যাতে কাজের প্রয়োজনে বারবার টব সরাতে না হয়।

২. যেহেতু বারান্দায় রোদ আসে না, তাই এখানে এমন সব গাছ রাখতে পারেন, যে গাছগুলোর বেড়ে উঠতে রোদের তেমন প্রয়োজন পড়ে না। বাছাই করে রাখতে পারেন ‘ইনডোর প্ল্যান্ট’। এ ক্ষেত্রে পাতাবাহার, মানি প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্টের মতো গাছ রাখতে পারেন।

৩. গাছ লাগাতে বারান্দার গ্রিলগুলোকেও ব্যবহার করতে পারেন। ছোট টবে গাছ লাগিয়ে আংটা দিয়ে গ্রিলের সঙ্গে লাগিয়ে দিন। দেখতেও ভীষণ সুন্দর লাগবে।

বারান্দায় রোদ না আসলে পানির বোতলে গাছ লাগাতে পারেন
ছবি : খালেদ সরকার

৪. সাধারণত ইনডোর প্ল্যান্টে খুব বেশি পানির প্রয়োজন হয় না। সপ্তাহে এক দিন বা দুই দিন পানি দিলেই হয়। তাই গাছে পানি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।

৫. গাছের প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করুন।

তাহলে আর দেরি কেন? নিজের বারান্দাকে সাজিয়ে ফেলুন মনের মতো করে। ইট–পাথরের শহরে সেই বারান্দা হয়ে উঠুক আপনার নিজস্ব নিসর্গ।