নিজেই যেভাবে পরিষ্কার করবেন সোফা

কয়েক মাস পরপরই সোফা পরিষ্কার করা উচিত। নাহলে ময়লা বসে যাওয়ার আশঙ্কা থাকে। অনেকে বাইরের অভিজ্ঞ লোককে দিয়ে কাজটি করিয়ে থাকেন। তবে চাইলে আপনি নিজেই সোফা পরিষ্কার করতে পারেন। অনলাইনে এ–সংক্রান্ত অনেক ভিডিও আছে। তার মধ্যে জনপ্রিয় ধারাটি তুলে ধরা হলো।

সোফা পরিষ্কারের জন্য লাগবে

সোফা পরিষ্কারের উপকরণ
ছবি: সাবিনা ইয়াসমিন

পানি ৩ কাপ

ভিনেগার ৩ টেবিল চামচ

ডিশ ওয়াশিং লিকুইড ৩ চা–চামচ

বেকিং সোডা ৩ চা–চামচ

ছোট তোয়ালে বা কাপড় ১টি

বাটির ঢাকনা ১টি

যেভাবে করবেন

ছবি: সাবিনা ইয়াসমিন

পানি গরম করে নিন। গরম পানি ঢালুন বড় বাটিতে।

ছবি: সাবিনা ইয়াসমিন

তরল পরিষ্কারক দিয়ে দিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

বেকিং সোডা দিয়ে দিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

ভিনেগার মেশান।

ছবি: সাবিনা ইয়াসমিন

সব উপকরণ মিশিয়ে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

তোয়ালে বা কাপড়টি সাবধানে গরম পানিতে চুবিয়ে নিন। চিপে বাড়তি পানি ফেলে দিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

কাপড়টি বিছান, তার ওপরে ঢাকনাটি রাখুন।

ছবি: সাবিনা ইয়াসমিন

তোয়ালের চার কোনা ঢাকনার ওপর দিকে নিয়ে আসুন, পেঁচিয়ে নিন।

ছবি: সাবিনা ইয়াসমিন

তোয়ালেসহ ঢাকনাটি এবার সোফার ওপর একটু চাপ দিয়ে ঘষুন।

ছবি: সাবিনা ইয়াসমিন

পুরো সোফাটি এভাবে দুবার ঘষতে হবে। ময়লা থাকলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।