বসার ঘরে বইয়ের তাক যেমন হবে

বসার ঘরের একটা পাশের পুরো দেয়ালজুড়েই হতে পারে অভিনেত্রী রুনা খানের বাসার মত এমন তাকছবি: কবির হোসেন

বই ভালোবাসেন, এমন মানুষদের বইয়ের সংখ্যা বাড়ে, কিন্তু বাড়িতে বই রাখার জায়গা তো আর বাড়ে না। পেশাগত প্রয়োজনেও অনেকে বাড়িতে বহু বই রাখেন। সঠিকভাবে সাজিয়ে–গুছিয়ে সংরক্ষণ করা না হলে খুব সহজে নষ্ট হয়ে যেতে পারে বই। কেবল সংরক্ষণের প্রয়োজনেই নয়, অন্দরসজ্জার আয়োজনটা ঠিকঠাক রাখতেও বই রাখার উপায় বের করে নেওয়া হয়।

বাজার ঘুরে দেখে–শুনে অন্দরসজ্জার সঙ্গে মানানসই বইয়ের তাক কিনে নিতে পারেন। ছোট ঘরে দেয়ালজুড়ে তাকও করে নিতে পারেন। বসার ঘরের একটা পাশের পুরো দেয়ালজুড়েই হতে পারে এমন তাক। সোফার পেছনের দেয়ালটাকে কাজে লাগাতে পারেন। আবার, টেলিভিশনের জন্য দেয়ালের যে জায়গাটা ব্যবহার করা হচ্ছে, সেখানেও দুই পাশ ঘিরে বইয়ের জন্য কিছু তাক বানিয়ে নিতে পারেন। বইয়ের সব তাকে যে কেবল বইই রাখতে হবে, তা–ও কিন্তু না। কিছু তাকে ছোট্ট কিছু গাছও রাখতে পারেন। পারিবারিক ঘরে বই সাজিয়ে রাখার উপায় সম্পর্কে বলছিলেন সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সির প্রতিষ্ঠাতা স্থপতি তাসনিম তূর্যি।

বিন্যাস ও নকশা

বসার ঘরের এক পাশে এমন বইয়ের তাক থাকতে পারে
ছবি: কবির হোসেন

বইয়ের তাক মানে কেবল চারকোনা আকৃতির সাদামাটা আসবাবই না। তাকের আকৃতিতে যেমন ভিন্নতা আনা যায়, তেমনি চারকোনা আকৃতিতেও আনা যায় নানা বৈচিত্র্য। ধরা যাক, একটি বইয়ের তাকে তিনটি লম্বালম্বি অংশ রয়েছে। এই তিনটি অংশের উচ্চতাই কিন্তু হতে পারে তিন রকম। কোনো তাকে হয়তো কাঠ বা বোর্ডের পাল্লা থাকল, কোনো তাকের পাল্লা হলো কাচের। কাঠ, বোর্ড বা কাচের ওপর কিছু নকশাও থাকতে পারে। এই যেমন জামদানি মোটিফ কিংবা জ্যামিতিক মোটিফের ব্যবহার হতে পারে। কোনো কোনো তাক আবার হয়তো একেবারেই খোলামেলা থাকল। আপনার অন্দরে থাকতে পারে এমন নানা ধরনের তাকের মানানসই সমন্বয়। পুরোনো বইগুলো রাখতে পারেন কাঠ বা বোর্ডের পাল্লাযুক্ত তাকে।

রং ও আলো

আধুনিক অন্দরে আসবাবের রং হিসেবে কাঠ রঙের বাইরেও অন্যান্য রং ব্যবহার করা হয়। বইয়ের তাকের কিছু অংশে সাদা, হলুদ, কমলা, টিয়া কিংবা নীলের বিভিন্ন শেড ব্যবহার করতে পারেন। যদি অন্দরে কোনো নির্দিষ্ট রঙের ‘থিম’ কাজে লাগানো হয়ে থাকে, বইয়ের তাকে সেটিও যোগ করুন। বইয়ের তাকের ওপর ‘ফোকাস’ করে আলোর ব্যবস্থাও করতে পারেন।

বইয়ের তাকেই পার্টিশন

দুই ঘরের পার্টিশন হিসেবে যে জায়গাটা রয়েছে, সেখানেও হতে পারে বইয়ের তাক। এই তাকের দুই পাশেই অন্দরের নানা অনুষঙ্গ সাজিয়ে রাখতে পারেন। পারিবারিক ঘরের দিকটায় তাকের যে অংশ থাকছে, সেটাকে বইয়ের তাক হিসেবে ব্যবহার করতে পারেন, অপর দিকটায় ঘরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনুষঙ্গ রাখতে পারেন।

প্রকৃতির পরশ

কিছু তাকে অন্দরের উপযোগী ছোট্ট কিছু গাছ রাখতে পারেন। সবুজ লতাপাতা নেমেও আসতে পারে নিচের তাক পর্যন্ত। গাছে পানি দেওয়ার সময় টবগুলোকে নামিয়ে আনুন, নইলে বইয়ে পানি ছিটে যেতে পারে। পানি দিন প্রয়োজন অনুযায়ী, পরিমিত। টবগুলোর নিচে ছোট্ট প্লেটও রাখুন, যাতে পানি একটু বেশি দেওয়া হলেও প্লেটে গিয়ে জমা হয়। প্লেটে জমা পানি অবশ্যই বদলে দেবেন ৭২ ঘণ্টা পেরোনোর আগেই।

আরও পড়ুন