কেমন যাবে মিথুন রাশির ২০২৪
নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করা যায় শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা নিয়তি। নতুন বছরে রাশিফল দেখে শনাক্ত করুন নিজের শক্তি ও দুর্বলতা। কোন রাশির জাতকের জন্য ২০২৪ সাল কেমন যাবে, তা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটির (বিএএস) সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, অ্যাস্ট্রোলজার ও মনস্তাত্ত্বিক পরামর্শদাতা ফজলে আজিম
মিথুন রাশি (২২ মে-২১ জুন)
অধিপতি গ্রহ: বুধ
শুভ রত্ন: পোখরাজ ও পান্না
শুভ রং: সবুজ ও হলুদ
শুভ সংখ্যা: ৩, ৫, ৬ ও ৭
শুভ বার: সোম, বুধ, বৃহস্পতি ও শুক্র
বৈশিষ্ট্য: এক জায়গায় বেশি সময় বসে থাকা আপনার জন্য কঠিন। চঞ্চলতা ও কথামালায় চারপাশ মুখর করে রাখতে পারলেই আপনি খুশি। ব্যবসায়িক দিক দিয়েও আপনি সাফল্য অর্জন করবেন। অশুভ বুধের প্রভাবে কারও কারও মিথ্যা বলার বদভ্যাস থাকতে পারে। মিথ্যা বললে সুনাম ক্ষুণ্ন হয়, আস্থা ও সামাজিক গ্রহণযোগ্যতা কমে যায়। মিথ্যা বলার কারণে প্রিয়জনের আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন। এ বিষয়ে সতর্ক থাকুন। সহজাতভাবে আপনি দক্ষ সংগঠক। একসঙ্গে একাধিক কাজ করার দক্ষতা ও যোগ্যতা দুটোই আপনার আছে। সঙ্গ পেলে আপনি গল্প করতে খুব পছন্দ করেন। নতুন কোনো পরিবেশে অনায়াসে আড্ডা জমিয়ে তুলতে পারেন। আপনার হৃদয় স্নেহ–মমতা ও ভালোবাসায় পরিপূর্ণ। ক্রীড়া, সংগীত ও লেখালেখিতে চেষ্টা করলে ভালো করার যথেষ্ট সুযোগ পাবেন। জ্ঞানার্জনের প্রতি সহজাত আকর্ষণ আছে আপনার। এ রাশির অনেকেই বই পড়তে খুব পছন্দ করেন। সব সময়ই নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে পারলে ভালো থাকেন। ব্যস্ততার মধ্যেও তাঁরা সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। জীবনে অনেক ভ্রমণ করার সুযোগ পাবেন। মিথুন রাশির জাতকদের প্রকাশনা, পরিবহন, কুরিয়ার, ইনস্যুরেন্স ব্যবসা এবং সাংবাদিকতা, আইন কিংবা শিক্ষকতা পেশায় সফল হতে দেখা যায়। মিথুন রাশির জাতকদের কাঁধ, হাত, স্নায়ুতন্ত্র, শ্বাসতন্ত্র ও মস্তিষ্কের পীড়ায় আক্রান্ত হতে দেখা যায়।
কেমন যাবে মিথুন রাশির ২০২৪
এ বছর অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক করতে গিয়ে বন্ধু যাতে শত্রুতে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখুন। বন্ধুবান্ধবের মাধ্যমে কেউ কেউ নতুন চাকরি বা ব্যবসার সন্ধান পেতে পারেন। ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সুপরামর্শ আশা করতে পারেন। বিবাহিত ব্যক্তিদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। কারও কারও ক্ষেত্রে প্রবাসী হওয়া বা বিদেশযাত্রা হতে পারে।