কেমন যাবে বৃষ রাশির ২০২৪
নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করা যায় শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা নিয়তি। নতুন বছরে রাশিফল দেখে শনাক্ত করুন নিজের শক্তি ও দুর্বলতা। কোন রাশির জাতকের জন্য ২০২৪ সাল কেমন যাবে, তা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটির (বিএএস) সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, অ্যাস্ট্রোলজার ও মনস্তাত্ত্বিক পরামর্শদাতা ফজলে আজিম
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে)
অধিপতি গ্রহ: শুক্র
শুভ রত্ন: হীরা ও পান্না
শুভ রং: সবুজ, নীল ও সাদা
শুভ সংখ্যা: ২, ৭, ৮ ও ৯
শুভ বার: শুক্র, শনি, সোম ও বুধ
বৈশিষ্ট্য: আপনি ধীরস্থিরভাবে যেকোনো কিছু করতে পছন্দ করেন। সহনশীলতা আপনার এক অনন্য গুণ। উদার মনমানসিকতায় সহজেই অন্যকে আপন করে নিতে পারেন। আপনার দূরদৃষ্টির কাছে অন্যের মতামত মূল্যহীন মনে হতে পারে। তবে কেউ কিছু বলতে চাইলে থামিয়ে না দিয়ে মনোযোগ দিয়ে মতামতটা শুনুন। হয়তো আপনার প্রশ্নের জবাব সেখানেই খুঁজে পাবেন। সম্পর্ক উন্নয়নে এ বছর এই টোটকা কাজে লাগিয়ে দেখতে পারেন। আপনি সবার সঙ্গে ভালো ব্যবহার করতে ভালোবাসেন। অন্যের প্রতি আপনি যত্নশীল ও সমমর্মী। ঘরে–বাইরে সব কিছু গুছিয়ে করতে পছন্দ করেন। আপনার এসব গুণের কারণে অনেক মানুষের ভালোবাসা পাবেন। আপনি জানেন, কীভাবে জীবন উপভোগ করতে হয়। আপনি আত্মনির্ভরশীলতা পছন্দ করেন। শিল্প, সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ থাকতে পারে। লেখালেখিতেও আপনি বেশ ভালো করতে পারেন। বৃষ রাশির জাতকেরা সাধারণত রান্নায় পারদর্শী হন। সাজসজ্জা ও সৌন্দর্যপ্রীতি তাঁদের সহজাত বৈশিষ্ট্য। বৃষ রাশির জাতকদের থাইরয়েড গ্রন্ধি, গলা, ঘাড় ও কণ্ঠস্বর–সংক্রান্ত সমস্যায় ভুগতে দেখা যায়।
কেমন যাবে বৃষ রাশির ২০২৪
এ বছর অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন। আয় বৃদ্ধি পেলে ব্যয় না বাড়িয়ে সঞ্চয় ও বিনিয়োগের চেষ্টা করুন। বছরের শুরুতে ব্যয় বাড়তে পারে। কথাবার্তায় বিশেষ সাবধানতা প্রয়োজন হতে পারে। সন্তানের শরীর–স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে। বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য অনেকে ফেঁসে যেতে পারেন।