স্বাস্থ্য জিজ্ঞাসা
প্রায়ই আমার পেট ফেঁপে থাকে, খিদে লাগে না, কী করব?
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
প্রশ্ন
আমার বয়স ৩০ বছর। প্রায়ই আমার পেট ফেঁপে থাকে, খিদে লাগে না। মাঝেমধ্যে মনে হয় গলার একটু নিচে কিছু আটকে আছে। পেটে কোনো ব্যথা নেই। পেটের চর্বি বেড়েই চলেছে। দুর্বলতার পাশাপাশি কম দেখা, কম শোনা, চুল পড়া, ভুলে যাওয়া ইত্যাদি সমস্যায় ভুগছি। এসব সমস্যার কারণ ও উপশমের উপায় জানতে চাই।—রুস্তম রাব্বানী
পরামর্শ
আপনার সমস্যাগুলো হঠাৎ হচ্ছে নাকি দীর্ঘদিন, তা জানাননি। তবে পেটের এসব সমস্যার সঙ্গে ওজন হ্রাস বা রক্তশূন্যতা না থাকলে সাধারণত গ্যাসের সমস্যার আশঙ্কাই বেশি। খাবারদাবারে সতর্কতা এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। কিছু দিন গ্যাসের সাধারণ ওষুধ খেয়ে দেখতে পারেন। তবে পেটের সমস্যার পাশাপাশি আপনার অন্য বেশ কিছু সমস্যা আছে। সে ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন —ডা. মো. জাকির হোসেন, সহযোগী অধ্যাপক, পরিপাকতন্ত্র ও লিভার বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
প্রশ্ন পাঠানোর ঠিকানা
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫