গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ে ওয়েবিনার

গতকাল সোমবার ডায়াবেটিস সচেতনতা দিবসে গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। অনলাইনভিত্তিক মেডিকেল প্ল্যাটফর্ম বিডি ফিজিশিয়ান এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সার্বিক সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।

সায়েন্টিফিক ওয়েবিনারে মূল বক্তা হিসেবে ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সেহেরীন ফারহাদ সিদ্দিকা। চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন এন্ডোমেট্রিওসিস, বন্ধ্যত্ব, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মেজর (অব.) লায়লা আর্জুমান্দ বানু।

ওয়েবিনারে প্যানেলিস্টের ভূমিকায় বক্তব্য দেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কোহিনূর বেগম, অধ্যাপক ডা. কামরুন্নেসা রুনা এবং অধ্যাপক ডা. বেগম নাসরিন।
আর ওয়েবিনারটির সার্বিক উপস্থাপন ও সঞ্চালনায় ছিলেন স্ত্রীরোগ ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. শারমিন আব্বাসি। ওয়েবিনারটির লাইভ সম্প্রচার করছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস এবং বিডি ফিজিশিয়ান ফেসবুক পেজ।

গর্ভাবস্থায় ডায়াবেটিস, ডায়াবেটিক নারীদের গর্ভধারণ এবং এর সঙ্গে জড়িত নানাবিধ জটিলতা কীভাবে সমাধান করা যায়, এ–বিষয়ক মূল্যবান তথ্য নিয়ে ওয়েবিনারে বিস্তারিত আলোচনা করা হয়।

মেডিকেল শিক্ষার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ওয়েবিনারটিতে আরও যুক্ত হয়েছিলেন দেশের স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন আরা বেগম ও অধ্যাপক ডা. সামিনা চৌধুরী। তাঁদের মতে, এ রকম আয়োজন চিকিৎসকদের জ্ঞানের পরিধি আরও বাড়াতে সাহায্য করবে।

ওয়েবিনারটি সার্বিক পরিচালনায় সহযোগিতা করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস। আর সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল এসকেএফের দ্রুতগতির ব্যথানাশক ইটোরিক্স এবং অ্যান্টিবায়োটিক ফ্লুক্লক্সিন।

দেশের চিকিৎসাবিজ্ঞানে জ্ঞানচর্চায় এরূপ উদ্যোগে সঙ্গে থাকতে পেরে বিডি ফিজিশিয়ানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এসকেএফের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত মীর আর্সিয়া জামান। সঙ্গে বিডি ফিজিশিয়ানের অন্যতম অ্যাডমিন ডা.এহসান খান এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন। ওয়েবিনারে ভার্চ্যুয়ালি যোগ দেন আরও দুই শতাধিক চিকিৎসক।